আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ সালের ক্যালেন্ডার না দেখে খুব সহজে আমরা যেকোন মাসের যেকোন তারিখ কি বার তা বের করতে পারি



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমরা অনেক ধরণের ক্যালেন্ডার আদান-প্রদাণ করেছি। কিন্তু সেগুলো তো থাকবে দেওয়ালে বা টেবিলে। তাই জরুরী প্রয়োজনে মাথায় একটা ক্যালেন্ডার রাখা দরকার: ক্যালেন্ডার না দেখে খুব সহজে আমরা যেকোন মাসের যেকোন তারিখ কি বার তা বের করতে পারি। কিন্তূ তার আগে আমাদের কয়টি সংখ্যা মনে রাখতে হবে।

মাস: >>>>>> সংখ্যা মে >>>>>>>>>>> ০ আগষ্ট >>>>>>>>> ১ ফেব্রুয়ারী >>>>>>> ২ মার্চ >>>>>>>>>> ২ নভেম্বর >>>>>>>> ২ জুন >>>>>>>>>> ৩ সেপ্টেম্বর >>>>>>> ৪ ডিসেম্বর >>>>>>> ৪ এপ্রিল >>>>>>>>> ৫ জুলাই >>>>>>>>> ৫ জানুয়ারী>>>>>>>> ৬ অক্টোবর >>>>>>>> ৬ বার: >>>>>>সংখ্যা শুক্রবার >>>>>>> ০ শনিবার >>>>>>> ১ রবিবার >>>>>>> ২ সোমবার >>>>>> ৩ মন্গলবার >>>>>> ৪ বুধবার >>>>>>>> ৫ বৃহস্প্রতিবার >>>> ৬ নিয়ম: তারিখ ও মাসের সংখ্যা যোগ করে ৭ দিয়ে ভাগ দিতে হবে। এখানে ভাগফলের কোন কাজ নেই। ভাগশেষ যা থাকবে তাই বার নির্দেশীত হবে। ধরুন আমি নভেম্বর মাসের ২৪ তারিখ কি বার বের করব। তাহলে:- (২৪+২ )= ২৬/৭ এখানে ভাগফল হবে ৩ ও ভাগশেষ হবে ৫।

বার সংখ্যা ৫ = বধবার। তাহলে নভেম্বর মাসের ২৪ তারিখ বুধবার। উপরের নিয়ম শুধুমাত্র ২০১০ সালের জন্য প্রযোজ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.