আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নিয়েছেন, কতটুকু ভেবে চিন্তে ?

পরিবর্তনের জন্য লেখালেখি

দীর্ঘ বলে মন্তব্য পোস্টের আকার নিয়েছে । তাছাড়া শামীম যে বিষয়টা তুলে ধরেছেন, তা নিয়ে ভাবনা চিন্তার যথেষ্ট কারন ও গুরুত্ব রয়েছে । আলোচনার সার্থে পোস্ট হিসেবেও দিলাম যাতে পাঠকের আলোচনার নতুন নতুন দিন আমরা এখানে পেতে পারি। যারা আগে পড়েননি তাঁদের জন্য, শামীমের গুরুত্বপূর্ণ পোস্টটির লিংক ও দিয়ে দিলাম । মন্তব্য অবিকৃত অবস্থায় নিচে দেওয়া হলো।

বোঝার সুবিধার জন্য শামীমের পোস্টটি পড়ার অনুরোধ রইলো । একটি জঘন্য কালচার : শিশুদের সেক্সি পোশাক ----------------------------------------------------- মন্তব্যগুলো বিষয় নির্ভর রাখলে কৃতজ্ঞ থাকবো । শুধু একটা অফ টপিক কথা বলে নেই, শুভ ইংরেজি নববর্ষ । জগতের সকলেই শান্তি লাভ করুক! ------------------------------------------------------------------ শামীম, আপনি সাধারনত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভালো পোস্ট লেখেন । একটা মন্তব্যের উত্তরে দেখলাম এই পোস্টটাও যথেষ্ট ভেবে চিন্তেই লিখেছেন বলেছেন।

তাই আমার প্রথম প্রশ্ন, ১। কতটুকু ভেবে চিন্তে লিখেছেন ? বিভিন্ন জনের মন্তব্য থেকে একটা পরিষ্কার ধারনা পাওয়া যাচ্ছে যে বাইরের সংস্কৃতি তথা আকাশ সংস্কৃতি আমাদের দেশের শিশুদের পোশাকে আশাকে যে প্রভাব ফেলেছে , তা কারোরই পছন্দ হচ্ছে না । আপনার হয়নি বলেই আপনি লিখেছেন । দ্বিতীয়ত, বড়দের পোশাকের অনুকরণে তৈরী করা শিশুদের পোশাক পরানো ঠিক কি না , এই ব্যাপারে বেশির ভাগই মতামত দিয়েছেন যে, " ঠিক না" । তৃতীয়ত, কেন ঠিক না সেইটা বিশ্লেষন করতে গিয়ে যেই সব উদাহরণ টেনে আনা হয়েছে তার ভিতর বেশির ভাগই দেখা যাচ্ছে , এই শিশুরা বড় হয়ে কি করবে, তাই নিয়ে আশংকা , বড়রা আজকাল কি করে বেড়াচ্ছে তার বর্ননা এবং কিছু " কজ এন্ড ইফেক্ট" এর সূত্র জাহির করা হয়েছে ।

আপনি পরিষ্কার করে বলেছেন, এর সাথে শিশুদের সেক্সি লাগা বা ধর্মের কোন সম্পর্ক নেই । ঘুরে ফিরে এইখানেও মেয়ে এবং মেয়ে শিশুদের নিয়েই বেশির ভাগ আশংকা ও ঘৃণা বর্ষিত হলো । ছেলে শিশু কিংবা যৌবন প্রাপ্ত ছেলেদের পোশাক নিয়ে তেমন কোন ভয়, অপছন্দ , ঘটনা চোখে পড়লো না । এই জেন্ডার বেসড বায়াস কিসের ইঙ্গিত দেয়? কাদা তাহলে পিটিয়ে মেয়ে মানুষ করা দরকার? ছেলে হাফ প্যান্ট কিংবা পাতলা লুঙ্গি পরে গায়ে গামছা লাগিয়ে ঘুরলে সমস্যা নেই ? যদি নেই তো কেন নেই? এইটা ভেবে দেখেছেন? ঠিক এই জায়গাটাতে এসে কয়েক জন মন্তব্যকারীর মনে যেই খটকাটা প্রথম লেগেছে , " শিশুরা যেই পোশাকেই থাকুক, তারা সেক্সি হয় কি করে?" - সেই খটকাটা আরো গভীর হয়ে পূর্ণতা পেয়েছে । " শিশু, পোশাক এবং সেক্সি " এই তিনটা শব্দ একই বাক্যে মানান সই কিনা এইটা নিয়ে মনে হয় আমাদের আরেকটু গভীর করে ভাবা দরকার ।

উপরে যিনি সেক্সি পোশাকের সঙ্গা দিয়েছেন তাকে ধন্যবাদ । আসলেই তো, সেক্সি পোশাকের সংজ্ঞা কি ? সংক্ষিপ্ত পোশাক ? যারা সংক্ষিপ্ত পোশাক দেখে অভ্যস্ত তারা কামার্ত হয় না কারো বাহু কিংবা পেট বের হয়ে থাকলে । টাইট পোশাক ? শাড়িতেও নারীর কিংবা শার্ট প্যান্টেও পুরুষের দেহের আকার আকৃতি বুঝা যায় । সেই আকৃতি বুঝতে পারাটাই কি কাম ভাব জাগাতে যথেষ্ট ? বড় মেয়েরা ফ্রক কিংবা স্কার্ট টপ পড়লে বেশ সেক্সি লাগে । লাগে শাড়িতেও।

লাগে সালোয়ার কামিজেও । ছোট মেয়েরা তাহলে পরবে না এই সব? বড় ছেলেরা সুন্দর পোশাকে ঘুরে বেড়ালে সেক্সি লাগে , তাহলে ছেলে শিশুদের কি বদখত পোশাক পরিয়ে ঘুরাবো? মল্লিকা সেরওয়াত ডায়পার কিংবা সলমন খান / ঋত্তিক রোশান হাফ প্যান্টে আর মশারি মার্কা শার্টে বড্ড এট্রাক্টিভ হওয়ার কথা ! তাহলে বাচ্চাদের ডায়পার । হাফপ্যান্ট কিংবা হাত কাটা , বুক খোলা কিংবা সাইড কাটা পোশাক পরানো বন্ধ থাকবে? আচ্ছা , ঠিকাছে আমরা না হয় একটু রেখে ঢেকেই পোশাক পরাবো । মেয়ে এবং ছেলে শিশুদের । তো ভাই , কতটুকু ঢাকবো ? এই সীমানা নির্ধারন করবো কি দিয়ে? ধর্ম তো বাদ দিয়েছেন ।

আবার যেই পোশাকে বড়দের সেক্সি লাগে সেইটাও বাদ। সব রকমের খোলা মেলা , টাইট পোশাক তাতে বাদ পড়ে গেলো । যা কিছু রঙ, ডিজাইন , আকার আকৃতি পূর্ণ বয়স্ক কোন ব্যক্তিকে কামার্ত করে তুলতে পারে কিংবা আপনাকে সেক্সি করে উপস্থাপন করতে পারে , সেইগুলা বাদ । ভাই, আমি বুঝতে পারছি না , বাচ্চাদের পরানোর জন্য তাহলে আর বাকি থাকলো কি? আমার বাচ্চাদের জন্য তাহলে এখন কি করতে হবে? বাংলাদেশের প্রতিটা পুরুষ ও নারীকে ধরে ধরে জিজ্ঞেস করতে হবে , " পুরুষের ও নারীর কোন পোশাক গুলা আপনার কাছে সেক্সি লাগে না ?" নিশ্চয়ই সেক্স ও সেক্সি - এই ধারনা দুটো ব্যক্তির রুচি, পছন্দ, অপছন্দ ইত্যাদির উপর নির্ভর করে ! সবাই না হলেও , বাংলাদেশের বেশির ভাগ মানুষের রুচি , পছন্দ -অপছন্দ অনুযায়ী কোনটা সেক্সি আর কোনটা সেক্সি না , এইটা জানা বাপ মায়ের জন্য দায়িত্ব হয়ে গেলো যদি আপনার কথা মেনে নেই! সর্বোচ্চ কতজনকে জিজ্ঞেস করলে " কোনটা সেক্সি" জানতে পারবো ? আমার কাছে কোনটা সেক্সি , এইটা জেনে তো লাভ নেই । আমি তো আর আমার বাচ্চাদের সাথে সেক্স করতে যাব না , কিংবা ওরাও আমার সাথে করবে না ।

তাহলে কি ওদের স্কুলের সহপাঠী ,পাঠিনীদের বাপ মার উপরে সার্ভে করে পোশাক ঠিক করবো? এই দেখেন, এক সেক্সির সংজ্ঞা বুঝতে গিয়েই বেহাল হয়ে গেলাম, তার উপর চাপিয়ে দিয়েছেন , ছোট বেলায় পোশাক পরার সাথে বড় বেলার পোশাক ও আচার আচরণের যোগসূত্র । আচ্ছা , মন্তব্যকারীদের জিজ্ঞাসা করি, আপনাদের কতজন ছোটবেলায় ন্যাংটা ঘুরেছেন বলে এখনো ন্যাংটা হয়ে ঘুরেন? আপনাদের কতজন ছোটবেলায় হাফ প্যান্ট পরে মেয়েদের সামনে যেতেন বলে এখনো অনাত্মীয় মেয়েদের সামনে হাফ প্যান্ট পরে, খালি গায়ে ঘুরেন? তার চেয়েও বড় কথা , ছোটবেলায় হাফ প্যান্ট কিংবা ডায়পার কিংবা সুইম স্যুট কিংবা শর্ট এবং টাইট কাপড় পরেছিলেন বলে কৈশোরে ও যৌবনে সেক্সি পোশাক পরে ঘুরেছেন ? আরো ভয়াবহ ব্যাপার হইলো , এই সেক্সি পোশাক পরে ঘুরে বেড়ানোর ফলে আপনারা কতজন অনৈতিক আচরনে জড়িয়ে পড়েছিলেন? সেই আচরণ বলতে যদি সেক্স করা বুঝায় তাহলে , আপনাদের কতজনের জীবনে " পোশাক জনিত অনৈতিক সেক্সের অভিজ্ঞতা " আছে ? উত্তর গুলা আমাকে দিতে হবে না । নিজেরেই দেন । বা দেওয়ার চেষ্টা করেন তাহলেই বুঝবেন এই পোস্ট কিংবা আমার প্রশ্ন গুলার সমস্যা কোথায় ! পোস্ট ও মন্তব্যের " একমত, সহমতের" ভিড়ে আমি একটা কজাল ইফেক্ট হাইপোথেসিস পাচ্ছি । ( কজ--> ইফেক্ট , কারন--> কারনের ফলে সৃষ্ট ঘটনা) হাইপোথেসিসঃ বড়দের জন্য সেক্সি পোশাকের অনুকরনে তৈরী করা পোশাক শিশুদের পরা --> সেই শিশুদের কৈশোরে সেক্সি পোশাক পরা --> সেই কিশোর কিশোরীদের যৌবনে সেক্সি পোশাক পরা সকলের তীব্র আপত্তির কারনে বুঝে নিতে পারি বড়দের সেক্সি পোশাক পরাটা আমাদের পছন্দ না ।

সুতরাং এইটা বন্ধ করা দরকার । ( যদিও কোন পোশাকটা সেক্সি না , এইটা প্রথম আলোচনায় কিছুতেই বের করতে পারি নাই। কার কাছে কাকে সেক্সি লাগবে আর কাকে সেক্সি লাগবে না , এইটাও নিরুপন করা যায় নাই তবে বুঝা গেছে বিষয়টা ব্যক্তি নির্ভর বলেই এর কোন নির্দিষ্ট একটা সূত্র নেই। বৈচিত্র ও ভিন্নতাই এইটার বৈশিষ্ট্য!) বিজ্ঞানের বহুল পরীক্ষিত প্রমানাদি বলে, যে কোন কজাল ইফেক্টের ইফেক্ট বন্ধ করতে হইলে কজ সরিয়ে নিলেই চলে । সুতরাং, এই পোস্ট ও একমত মন্তব্যকারীদের দেওয়া সম্ভাব্য হাইপোথেসিস অনুযায়ী , সমাধানঃ বড়রা পরলে সেক্সি লাগে এমন পোশাকের ডিজাইনে বানানো পোশাক শিশুদের না পরানো --> কৈশোরে ছেলে মেয়েরা শালীন পোশাক পরবে --> বড় হয়ে সেক্সি পোশাক পরবে না ।

আমার একটু সমস্যা আছে এই জায়গায় , উপরে উল্লেখিত হাইপোথেসিস কিংবা সমাধানের পক্ষে কোন যুক্তি, প্রমান, রিসার্চ শামীম কিংবা অন্য কোন মন্তব্যকারী দেন নাই । আমি নিজেও খুজে পাই নাই । বরং আমার জ্ঞান, আমার জীবন অভিজ্ঞতা এবং যুক্তিবোধ আমাকে বার বার জানান দিচ্ছে উপরের হাইপোথেসিসটা ভুল । শৈশবের পোশাক , কৈশোরের বা যৌবনের পোশাক নির্ধারনের একমাত্র প্রভাবক নয় - সবচেয়ে বড় কথা এইটা কোন কজ এন্ড ইফেক্ট ঘটনাই না । এইটাকে কজাল ইফেক্ট হিসেবে উপস্থাপন করাটাই সব চাইতে বড় ভুল চিন্তা ভাবনা ।

আর প্রভাবক হিসেবেও এইটার শক্তি সবচেয়ে বেশি এই প্রমানও কোন সোসাল কালচারাল রিসার্চে পাইলাম না । প্রভাবক হিসেবে বরং এইটার দুর্বলতাই চোখে পড়েছে বেশি আমার নিজের অভিজ্ঞতায় । শৈশবের খোলামেলা পোশাক আমি বা আমার পরিচিত সকল শিশুরা বড় হয়ে আর পরিনি কারন আমাদের শেখানো হয়েছে কৈশোর ও যৌবনের পোশাক আলাদা। শৈশবে যা উন্মুক্ত ছিলো তা যৌবনে এসে আবৃত হয়েছে । কিন্তু তাতে আমাদের কারো যৌন আবেদন কমেছে , এইটা কিন্তু মনে হয় না ।

বিবাহিতরা এই বক্তব্যের সমর্থনে অনেক প্রমান দিতে পারবেন বলেই বিশ্বাস করি। উঠে এসেছে ইভ টিজিং ও এই আচরনে মেয়েদের পোশাকের ভূমিকা । খুবই অবাক হলাম! আমরা কি এখনো এতটাই কুয়োর ব্যাং যে বিশ্বাস করি , মেয়েদের পোশাকই ছেলেদের ইভ টিজ করতে বাধ্য করে? মেয়েদের পোশাকই ছেলেদের ধর্ষনে উৎসাহ দেয়? সৌদি বোরখা কয়টা মেয়েকে ইভ টিজ, ধর্ষন ও সেক্সুয়াল অপরাধ থেকে বাঁচিয়েছে ? বাংলাদেশের যেই সব মেয়ে শিশু ও ছেলে শিশু, মাদ্রাসার কিশোর কিংবা স্কুলছাত্রী দশকের পর দশক ধরে যৌন নির্যাতনের শিকার , তারা কি উত্তেজক পোশাক পরেছিলো বলে এই নির্যাতন হয়েছে ? বরং ব্লগার জানার বক্তব্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ । পোশাক নয়, আমরা শিশুদের কি আচরন শিখাচ্ছি ? আমাদের নাচ-গান , খেলা , ছড়া কবিতায় আমরা কি মিথ্যা বলতে, ভাল্গার আচরন করতে , সেক্সুয়াল অংগ ভংগী করতে কিংবা নৃশংস ভাবে হত্যা করতে শিখাচ্ছি কিনা ? কেবল পোশাক চোখে পড়লো ? ভিডিও গেমসে আমরা কি খেলি আর কি খেলতে দেই ওদের? ম্যাট্রিকে বয়স কমিয়ে কি শিখাই? পানি -গ্যাস - টেলিফোন বিল ঘুষ দিয়ে কমিয়ে কি শিখাই? চুরি করা পানির লাইন নিয়ে কি শেখাই? দিন রাত ২৪ ঘন্টা মোবাইল কিংবা কম্পিউটারে পড়ে থেকে কি আদর্শ শেখাই? এই সব প্রশ্ন একবার শুরু করলে এর শেষ হবে না । এর বাইরে রইলো , স্থান -কাল-পাত্রের বিচার।

সুইম স্যুট পরে জন্মদিনে এলে বেমানান লাগবেই । সেইটা বড় ছোট সব বেলাতেই সত্যি । আবার ছোটদের ফ্রক, স্কার্ট, টপ, হাফ প্যান্ট , ডায়পার কিংবা নগ্নতা বড়দের শরীরে দেখা গেলে হয়ত সেক্সি নয়ত ভালগার লাগবে । বড়দের শরীরের যেই অংশগুলো উন্মুক্ত থাকলে কিংবা রঙ, রুপ, কাট ও ডিজাইনে ফোকাসড হলে তাদের সেক্সি লাগে , ছোটদের শরীরে সেই অংশ গুলো উন্মুক্ত হলে বা ফোকাসড হলে সেইটা বেমানান কিনা তা একটা দীর্ঘ বিতর্ক । শামীম এই পোস্টটা দিয়ে সেই জটিল বিতর্ককে উস্কে দিতে পারতেন।

আমরা আমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে একটা মনোজ্ঞ আলোচনা পেতে পারতাম । আফসোস , শামীম সেইটা না করে বিচারকের আসনে বসে মামলার আগেই বিচার করে ফেলেছেন । পক্ষ বিপক্ষে কোন প্রমান, যুক্তিও তেমন নেই। আছে নির্ভেজাল অপছন্দ ও বিরক্তি । কোন একটি বক্তব্য যখন শুধুমাত্র আবেগ নির্ভর হয়, সেইটাকে ব্যক্তিমত হিসেবে নিতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ।

অকাট্য যুক্তি বা প্রমান ছাড়া সেইটিকে শুদ্ধ সূত্র হিসেবে মেনে নিতে আমি নারাজ। কেন সেই ব্যাখ্যা আমি উপরে দিয়েছি । শিশুর শরীরে কোন পোশাক্টি কেন বেমানান , তা নিয়ে মত পার্থক্য থাকতেই পারে । আমাদের রুচির ভিন্নতা সেই বিচারে ঠিক বেঠিকের তর্ক তৈরী করতেই পারে । কিন্তু , শামীম, আপত্তির জায়গাটা যদি হয়, " শৈশবের পোশাকই নির্ধারন করবে কৈশোর ও যৌবনের পোশাক এবং আশে পাশের মানুষের আচরন (ইভ টিজিং ইত্যাদি) তাহলে বলবো আপনি বিস্মিল্লাহতেই গলদ করে বসে আছেন ।

দুঃখিত । আপনার অপছন্দের জায়গাটা বুঝতে পেরেছি । শিশুদের ভালগার পোশাক বা আচরন বললেও আপত্তি করতাম না কিন্তু এই পোস্টের শিরোনাম কিংবা উপস্থাপনার সাথে একেবারেই একমত হতে পারলাম না । তাই , বাধ্য হয়ে আবারো প্রথম প্রশ্নেই ফেরত যাচ্ছি, ভেবে চিন্তে তো লিখেছেন, কতুটুকু ভেবে চিন্তে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.