আমাদের কথা খুঁজে নিন

   

পরের গাড়ি ভাংতে ভালই লাগে... কি লাগে না ? ধিক .ধিক ..আপনাদের..।।

oracle.samu@googlemail.com

মাঝে মধ্যে নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিতেই লজ্জা লাগে। ৫০% নাম-দস্তখত জানা শিক্ষিত দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আচরন দেখলে অবাক হতে হয়। মাঝে মাঝে ভাবি আমি কি ওদেরই এক জন ? গাদা গদা বই পড়ে, ভাল রেজাল্ট করে সর্টিফিকেট পাওয়া যায় সত্যি, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা মানুষকে নম্র-ভদ্র, চিন্তাশীল ও যুক্তি নির্ভর করে। কিন্তু আমাদের আচার-আচরনে কি আদও শিক্ষার নাম-গদ্ধ আছে? প্রাইভেট- সরকারী সব কলেজ/বিশ্ববিদ্বালয়ের ছাত্ররাই নিজেদের বিশেষ কিছু একটা ভাবে ..।

ভাব দেখে মনে হয় দুনিয়ার তাবত জ্ঞান-বুদ্ধি ও শৌর্য এদের কাধে ভর করেছে...আশ পাশের মানুষ গুলকে তাই আর মানুষ বলে মনে করে না। শুধু ভাইয়াদের কথা বলছি কেন, আমাদের আপা মনিরাও কোন অংশে কম যান না। আর এই কর্মে সর্বাগ্রে অবস্থান হচ্ছে সরকারী কলেজ/বিশ্ববিদ্বালয়ের ভাইজান/ আপামনিরা.....উনাদের গরমের চোটে ত কাছেই যাওয়া যায় না। যে রিকসা ওয়ালা, দোকানি, বাস ড্রাইভারের পকেটের টাকায় ওনারা লেখা-পড়া করেন, তদের কে ত মানুষ হিসাবেই গোনায় ধরেন না। কিছু হলেই আন্দোলন-ভাংচুর।

ভাই এত ভাংগা-ভাংগি করতে ইচ্ছা করলে নিজের বাপেরটা ভাংগেন। অন্যের টার উপর ঝাল মেটাচ্ছেন কেন ? না কি আপনার বপের গাড়ি নাই বলে অন্যের ও থাকতে পারবে না? আপনি যা ১৫ মিনিটে চেপ্টা বানিয়ে ফেল্লেন ওটাই কিনতে অনেককে ২-৩ বছর হাড়-ভাংগা খাটুনি খাটতে হয়েছে। পারলে নিজেরটা ভেঙ্গে মনের ঝাল মেটান, নইলে মাথায় পানি ঢালেন। অন্যের সম্পদ ধংস করতে লজ্জা করে না ? ধিক ধিক আপনাদের শিক্ষা ও শিক্ষায়তন.. । ** আজ ঢা বি -এর বীরেরা দোকানদার ও পুলিশের সাথে না পেরে ৪ চাকার গাড়ি ভেঙ্গে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করেছে...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।