আমাদের কথা খুঁজে নিন

   

জীবনমুখী কৌতুক

হালকার উপর ঝাপসা

এখানকার কৌতুকগুলো সব কিছুই বাস্তব জীবন থেকে নেয়া। ঘটনা ১ঃ আমি আর আমার এক বন্ধু একই বছরে আমাদের জন্মদিন উদযাপনের কথা । জন্মদিনে তার বাচাল মুখ বন্ধের জন্য রক ব্যান্ড UB40-এর গানের সিডি তাকে উপহার দিই খোঁচা দেয়ার জন্য। দুই মাস পরে আমার জন্মদিনে সেও বিদ্রোহে ফেটে পড়ে। তার দেয়া উপহারও ছিল রক ব্যান্ডের সিডি।

ব্যান্ডের নাম? U2. ঘটনা ২ঃ জন্মদিনের উপহার হিসেবে পাওয়া কার্ড ঘাটতে গিয়ে অন্যরকম একটা কার্ডে আমার চোখ আটকে গেল। কার্ডটাতে দম্ভোক্তির সহকারে দাবি করা হয়েছে যে, যদিও আমাদের শরীর বার্ধক্যের দ্বারপ্রান্তে তবুও আমাদের চিরযৌবন সৃজনশীল মন এখনও কিশোরের মত চঞ্চল, তরুণের মত বলিষ্ঠ আর প্রৌঢ়ের মত বিচক্ষণ। দৃঢ় মন-মানসিকতার বন্ধুটিকে ধন্যবাদ জানাতে গিয়ে থমকে দাড়ালাম। নিচে কারো স্বাক্ষর নেই। ঘটনা ৩ঃ বইমেলায় আমি আর আমার এক বন্ধু ঘুরতে বেড়িয়েছি।

অখ্যাত একটা স্টলে গিয়ে আমরা নতুন কি বই এসেছে তা ঘাটতে লাগলাম। দোকানদার দেখলাম এক লোককে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল অনেকের নতুন বই আগ্রহভরে মহাউৎসাহে দেখাচ্ছে আর কেনার জন্য তাগাদা দিচ্ছে। কিন্তু লোকটার কোন বই পছন্দ বলে মনে হচ্ছেনা। দোকানদারের পীড়াপীড়িতে তাকে কিছুটা বিরক্ত দেখাচ্ছে। মনে হচ্ছে ছাড়া পেলে বুঝি সে বেঁচে যায়।

এইসময় লোকটা কি যেন বলল তাতে নিমিষে দোকানদারের আগ্রহ উবে গেল। শুনলাম লোকটা বলছে,”ভাই রবীন্দ্রনাথের কোন নতুন বই এসেছে? ”। ঘটনা ৪ঃ স্কুলে একদিন শিক্ষক আমার চার বছরের ছোট ভাইকে জিঞ্জেস করলো,”বাবা তোমার নাম কি? ”। “স্পাইডারম্যান” আমার ছোট ভাই উত্তর দিল। “না বাবা তোমার আসল নাম” শিক্ষক বলল।

“ওহ। পিটার পার্কার” মিনমিনে গলায় উত্তর দিল আমার ছোট ভাই। ঘটনা ৫ঃ কিছুদিন আগে চুক্তিভিত্তিক পদে কিছু ঝাড়ুদার কর্মচারি নিয়োগের জন্য আমাদের অফিসে বিঞ্জাপন টাঙ্গানো হয়। যথাসময়ে অনেক আবেদন জমা পড়ে। জীবন-বৃত্তান্তের অনেকগুলো কলামের মধ্যে এক কলাম ছিল কাঙ্ক্ষিত বেতন।

সে জায়গায় এক চাকরিপ্রার্থি লিখল,”কাঙ্ক্ষিত বেতন -------মাসের শেষে”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.