আমাদের কথা খুঁজে নিন

   

জীবনমুখী গান



জিম্মি জিম্মি এ নগর বাসি কটা হাতে জিম্মি এ নগর বাসি নগরের কথা তাই গানে বলে যাই এ শহরে এ সবাই কিভাবে বাঁচি সকাল বেলা লোকাল বাসে সিটিং চিটিং বাজি অফিস গামি যাত্রি হাতে পায়ে ধরতে রাজি প্রাইভেট কার গুলি নোংরা বাসের কাছে জিম্মি হয়ে আছে মিনি বাস টেম্পু জিম্মি হয়ে আছে ট্রাক কিংবা হাইওয়ে বাসে ভ্রদ্র লোকাল হলো কাউন্টার গাড়ী পরিচ্ছন্ন পোশাকে যাত্রীর সারি শুধু কথা বলে যাওয়া বেকার এই গান গাওয়া অদৃশ্য তালে দেখি সবাই নাচি...... বিদ্যুৎ বিভ্রাট এ শহর বাসিদের নিত্যদিনের সাথী লাইন নিতে সিরিয়াল, বিল দিতে সিরিয়াল কখনো বাধেঁ হাতা হাতি ওয়াসার পানিতে জীবানু ময়লা ভাইরাস থাকে ভরা রান্নার সময়ে চুলতে গ্যাস কম রাত দিন মশা মাছি ভরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেটে বাজার দিন ফুরতে পুরায় পকেট রাজার শুধু কথা বলে যাওয়া বেকার এই গান গাওয়া অদৃশ্য তালে দেখি সবাই নাচি......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.