আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বছরের শুরুতে কয়েকটি সহজ মজার ধাঁধা...

সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..
১। একটা শামুক ২০ মিটার গভীর কুয়ার একদম নিচের প্রান্তে আছে। প্রতেকদিন শামুকটা ৫ মিটার উপরের দিকে উঠে কিন্তু রাতে ৪ মিটার নিচের দিকে পিছলিয়ে পড়ে। এখন শামুকটার কুয়ার একদম উপরে পৌছতে কতদিন লাগবে?? ২) দিয়া রিয়ার পিছনে দাড়ি্যে আছে এবং একই সময়ে রিয়াও দিয়ার পিছনে দাড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব?? ৩) অলিম্পিকে একজন দৌড় প্রতিযোগী ২য় স্হান অধিকারীকে অতিক্রম করলো তার অবস্হান কত? ৪) যখন সন্ধা ২০০০ সালে তার জন্মদিন পালন করলো তখন তার বয়স ৮ বছর।

কিন্তু সে জন্মগ্রহন করেছিল ২০০৮ সালে। এটা কিভাবে সম্ভব?? ৫) একটা লোক একটা ছবির সামনে দাড়িয়ে বললো ভাইগন এই পৃথিবীতে আমার এ ছাড়া আর কেউই জীবিত নেই। এই লোকের পিতা আমার পিতার ছেলে। এখন বলুনতো ছবির লোকটা সেই লোকটির কি হন??? ৬) ৬ নং কমেন্টে দেখুন। সবাইকে আবারও নতুন বৎসরের শুভেচ্ছা।

যে আগে সবগুলা ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে ভার্চুয়াল কাপ পুরষ্কার। রেজাল্ট দেয়া হবে রাত ২:৩০ মিনিটে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.