আমাদের কথা খুঁজে নিন

   

মাইক বন্ধ করে কমিটির সভাপতি বললেন, ‘আমাদের লোক নিয়োগ দিতে হবে



জাতীয় সংসদের কৃষিমন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের এক পর্যায়ে মাইক বন্ধ করা হল, বৈঠকের রেকর্ড বন্ধ করে দেয়া হল। এরপর কমিটির সভাপতি বললেন, ‘কৃষিবিভাগে নানা নিয়োগ হচ্ছে। এতে আমাদের লোক নিতে হবে। আমাদের সুপারিশ শুনতে হবে। ’ কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলতি রবি মৌসুমে বোরো, আলু, গম ও অন্যান্য ফসল আবাদের অগ্রগতি পর্যালোচনাসহ চলতি মৌসুমে বিভিন্ন জাতের ফসল আবাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী বীজ ও সারের চাহিদা এবং বিতরণ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা হয়।

এছাড়া বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ৪০০টি ঝিরিবাঁধ নির্মাণের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদের আওতায় নিয়ে আসার বিষয়েও সভায় আলোচনা হয়। সভায় জানানো হয়Ñ চলতি রবি মৌসুমে ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ হেক্টর জমিতে হাইব্রিড, ৩৭ লাখ ৫০ হাজার হেক্টরে উফশী এবং ৫০ হাজার হেক্টরে স্থানীয় জাতের বোরো আবাদ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সার, বীজ সরবরাহের ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে গতকালের বৈঠকে মন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন না।

কমিটির সদস্য আব্দুল মান্নান, মো. মজিবর রহমান সরওয়ার, খন্দকার আবদুল বাতেন, শাহ জিকরুল আহমেদ, কে এম খালিদ, আবুল কালাম আজাদ এবং নুরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব সিকিউকে মোশতাক আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.