আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ নষ্ট হয়ে যায়



(হুমায়ুন আজাদ শ্রদ্ধানেষু) মানুষ নষ্ট হয়ে যায় দূর্বৃত্তায়নে,ক্ষমতায়; সত্যের দ্বারে লাগে তালা অন্ধের মতই-গু-মুত মানেনা। সে বেজন্মা পুত বোঝেনা নষ্টের কী জ্বালা। মানুষ নষ্ট হতে থাকে সাড়া দিয়ে কামুক ডাকে আদর্শে মেখে চুনকালি শ্রদ্ধারে করে শত ক্ষত নির্লজ্জ বেহায়ার মত হারামী দেয় হাততালি। নষ্ট হয়..নষ্ট হয়ে যায় ভোগ-লোভ আর লালসায়। (কিশোর বেলায় আমি দুটি ভালো মানুষ কে নষ্ট হয়ে যেতে দেখেছিলাম; সেই দুঃখ আজও আমি বুকের ভেতর বয়ে চলি। এখন কোনো কিছু নষ্ট হয়ে পঁচে যেতে দেখলে তাদের কথা মনে পড়ে। তারা আমার কাছে নষ্ট হওয়ার চুড়ান্ত রুপ।----- নির্বাচিত দূর্বৃত্তগণ -হুমায়ুন আজাদ) ২ জৈষ্ঠ/১৪১৪ ১৬ মে/২০০৯ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.