আমাদের কথা খুঁজে নিন

   

একেই বলে সমানুভূতি - যা করেছেন প্রিন্স উইলিয়াম

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

২৫ ডিসেম্বর, দৈনিক প্রথম আলো পত্রিকার ৮ম পাতায় চোখ বুলাতেই একটা শিরোনামের উপর চোখ আটকে গেল। ''রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায়! '' এখন প্রচন্ড শীত, তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে। প্রিন্সেস ডায়নার ছেলে প্রিন্স উইলিয়াম গত সপ্তাহে মধ্য লন্ডনের ব্ল্যাকিংফ্রিয়ার্স ব্রিজের কাছে রাত যাপন করেন। গৃহহীন মানুষের দুর্দশা সবার কাছে তুলে ধরতে দাতব্য প্রতিষ্ঠান সেন্ট্রিপয়েন্ট ব্যতিক্রমধর্মী এই উদ্দ্যোগের আয়োজন করে। প্রিন্সের ভাষায়,' লন্ডনের রাস্তায় মাত্র এক রাত কাটানোর পর আমি বুঝতে পারছি না সেখানে মানুষ কীভাবে রাতের পর রাত কাটিয়ে দেয়'।

সেন্ট্রিপয়েন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাই ওবাকিনও প্রিন্স উইলিয়ামের সঙ্গে ছিলেন। তার ভাষায়,' এটা ছিল সত্যিই এক ব্যতিক্রমধর্মী ও ভয়ানক অভিজ্ঞতা। শীত থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থাই নেইনি আমরা। শক্ত মেঝেতেই শুয়ে ছিলাম। মাদক ব্যবসায়ী অথবা যৌনকর্মী ও দালালদের খপ্পর থেকে বাঁচতেও কোন ব্যবস্থা নেইনি।

এমনকি পথ ধরে চলতে গিয়ে কেও লাথি মারতে পারে এমন পরিস্থিতি থেকে বাঁচতেও কোন ব্যবস্থা নেইনি'। ওবাকিন বলেন,'প্রিন্স উইলিয়াম ও আমি গা ঘেঁষাঘেঁষি করে ঘুমিয়ে ছিলাম। এমন সময় রাস্তার ময়লা পরিষ্কার করা একটি গাড়ি প্রায় আমাদের কাছ দিয়ে শোঁ শোঁ করে চলে যায়। আসলে আমরা এত গাদাগাদি করে শুয়ে ছিলাম যে, গাড়িটির চালক আমাদের দেখতে পাননি। এ থেকেই অনুমান করা যায়, গৃহহীন লোকজন কতটা ঝুকির মধ্যে রাস্তায় রাত যাপন করে'।

(তথ্য সূত্রঃ প্রথম আলো) প্রিন্সেস ডায়না একবার প্রিন্স উইলিয়ামের জন্মদিনে দুই ছেলেকে নিয়ে সন্ধার সময় বস্তিতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল মানুষের দুঃখ কষ্টগুলো তার ছেলেদেরকে বুঝতে দেয়া, যাতে তার ছেলেরা সাধারণ জনগণের খুব কাছাকাছি যেতে পারে। পত্রিকার পাতায় প্রিন্স উইলিয়ামের খবরটা পড়ার পর মনে হলো প্রিন্সেস ডায়নার উদ্দেশ্য সার্থক হয়েছে। আমাদের দেশেও হাজারও মানুষ শীতে কষ্ট করছে, অনেকের ঘরবাড়ি নেই, কত শিশু রাস্তায় বড় হচ্ছে, বিশেষ করে মেয়ে শিশু-- তাদেরতো পদে পদে বিপদ। আমরা বেশির ভাগই তাদের কথা ভাবি না।

দেশে কত বিত্ত্ববান আছেন, তারা যদি এই সব হত দরিদ্র মানুষের কথা একটা বুঝতেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে এই সব মানুষদের দুঃখ কষ্ট একটু হলেও লাঘব হতো। আসুন আমরা একটু ভাবি এই সব হত দরিদ্র মানুষের জায়গায় আমি হলে আমার কী হতো?? আর এই ভাবনা হতেই আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য সহানুভূতি নয় সমানুভূতির মনোভাব পোষণ করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।