আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদী রাজনীতি

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

মৌলবাদী রাজনীতি আইন করে নিষিদ্ধ করুনঃ মুক্তিযুদ্ধে বিজয়ের ৩৮ বছর পর এসেও একাত্তরের ঘাতক এবং তাদের রাজনৈতিক উত্তরসূরীদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা হয় নি। যুদ্ধাপরাধীদের বিচারের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নি। অতীতের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৌলবাদী ঘাতক শিবিরের সশস্ত্র সন্ত্রাস চলছে। সর্বশেষ গত ২০ ডিসেম্বর বগুড়া আযীযুল হক কলেজে শিবির সন্ত্রাসের উলঙ্গ চেহারা প্রদর্শনী করেছে।

কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। অবিলম্বে এই মৌলবাদী সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যুদ্ধাপরাধীদের বিচারের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আইন করে সকল ধরনের মৌলবাদী-সামপ্রদায়িক রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করতে হবে। ১৯৯০ সালে বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি শহীদ ফারুকুজ্জামান ফারুককে একাত্তরের যুদ্ধাপরাধী ঘাতক জামাতের রাজনৈতিক উত্তরসূরী এবং সশস্ত্র ক্যাডার শিবির বাহিনী নির্মমভাবে হত্যা করে। স্বৈরাচার এরশাদের সামরিক দুঃশাসন এবং তার প্রবর্তিত রাষ্ট্রধর্ম ইসলাম বিলের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-গণ আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা ছিলেন ফারুক। গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলে ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল বের হয়।

ওই মিছিলে শিবিরের সশস্ত্র ক্যাডাররা অতর্কিতে হামলা চালায় এবং গুলি করে। শিবিরের গুলিতে গুরুতর আহত হন ক্যাম্পাসের অত্যন্ত মেদাবী ও জনপ্রিয় ছাত্রনেতা ফারুকুজ্জামান ফারুক। এই হামলা থেকে সেদিন রক্ষা পাননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকারাও। হামলায় আহত হবার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফারুকুজ্জামান ফারুক মৃত্যুবরণ করেন। সে হত্যাকাণ্ডের আজও কোন বিচার হয়নি।

গত বিএনপি-জামাত জোট সরকার ফারুক হত্যা মামলার অন্যতম এক আসামীকে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.