আমাদের কথা খুঁজে নিন

   

মরিচ, থুথু, ঢিল.. তারও পরে কিল



মরিচ গেলো, থুথু গেলো এবার এলো ঢিল, এর পরে যে কি আসিবে পাইনা খুঁজে মিল। ছিনতাই আর হাইজ্যাক ভাই নানান রঙে সাজে, দুষ্ট লোকের বুদ্ধিগুলো লাগায় কত্ত কাজে। ওরা করে বুদ্ধি ফিকির আমরা পরি ধরা পুলিশ ভায়া দেয় উপদেশ নাইযে কিছু করা। 'ভালো' লোকের বুদ্ধি সকল ফানুস হয়ে ওড়ে, তীরে বেঁধা পাখির মত শিকার হয়ে ঝরে। না হলে ভাই আজ সচেতন ঢিলের পরে ঢিল তারও সাথে জুটবে জেনো হরেক রঙের কিল। ওদের সাথে পারতে হলে নিজের বুদ্ধি বাড়াও, আপন কর্মে - সৎ ভাবনায় জীবন যুদ্ধে দাঁড়াও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।