আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়া দেশবাসি আমার কিছু কথা....।

আজ আমার মন ভাল নেই প্রিয় দেশবাসি, সবার প্রতি রইলো হাজারো ছালাম। আশা করবো কেউ আমাকে ভূল বুঝবেননা। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, আশা করি আপনারা আমাকে সুন্দর ভাবে ব্যাপারটা বুঝিয়ে বলবেন। আমি আমাদের দেশের আইন কানুন ঠিক বুঝিনা। আমার জন্ম ১৯৭১ -১৬ ডিসেম্বার সকাল ১০ ঘটিকায়।

যখন থেকে বুঝি তখন থেকে শুনে আসছি আলবদর রাজাকারের কথা। তার মধ্য প্রথমেই শুনি "গোলামের" কথা, বাকি যারা আছে তাদের নাম পরে আসে। এখন আমার কথা হলো, বাড়ির কর্তাকে রেখে ছেলেকে নিয়ে যাচ্ছে আগে, এটা কেমন কথা??? যে বাচ্চু দেশেনাই তার বিছার আগে, বিছারের রায় আভার ফাসি, যেই মানুষ দেশেনাই তার ফাসি হলেইকি আর জেল হলেইকি। এখন আভার কাদের ভাই, আমার জানামতে দুই একজন মাডার করলে ফাসির রায় হয়। আর এই মুল্লা এত এত মাডার করলো, তার সাক্ষীও সাক্ষ্য দিচ্ছে, তাও আভার দেশ দ্রোহি, তার রায় হলো যাবৎ জীবন।

আপনি আমি সবাই জানি যত গুলি আজ জেলের ভিতরে সব সালারা রাজাকার। এতদিন আমরা রাজাকার পালন করেছি। আজ যখন বিচার হচ্চে তাহলে কেন আমরা তার উপযুক্ত সাস্হি দিচ্ছিনা। তার মানে কি দারালো??? আমরা জানি একটা রাষ্ট্রে রাজাই প্রধান। আর এই রাষ্ট্র প্রধানের অধীনে সবকিছু।

আরো জানি বিচার বিভাগ এখন প্রিতক, আসলেকি তাই??????? নামে মাত্র প্রিতক, এটা আপনি আমি সবাই জানি। আজ যতগোলি শয়তান জেলের ভিতর আছে সবার বিছার কি হবে, আমরা কেউ জানিনা কিন্তু যারা জানার তারা ঠিকই জানে। আপনি আমি আজ কতদিন ধরে শাহবাগ রাত দিন ২৪ ঘন্টা গলা ফাটিয়ে চিল্লাছি যে, সব রাজাকারের ফাসি ছাই......। !! আমরা জানি, দেশ প্রধানরা জানে ওরা রাজাকার, ওরা যদি রাজাকার হয়ে থাকে তাহলে তাদের রায় ফাসি, আর এই ফাসি যদি কার্যকর না হয়, তাহলে ধরেনেব আমাদের বিচারক রাজাকার, না হয় রাষ্ট্র পরিচালকরা। এতদিন যাবৎ আমরা শাহবাগ মোরে রাত দিন জেগে মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, নিয়ে ফাসির দাবি করছি কেন কার্যকর হচ্চেনা।

হাতে গনা কয়টা রাজাকার আর আমরা কুটি কুটি মানুষ, আমাদের কথার কোনো মুল্যনাই, কেন সরকার আমাদের কথা শুনছেন্না???? আমরা বড় না ঐ রাজাকারের বাচ্ছারা বড়?? কতদিন করবো এই আন্দোলন, একদিন ক্লান্ত হয়ে আমরা থেমে যাব, সব কিছু তাদের মতই চলবে। আপনি আমি কিছুইনা। অবশেষে রাজাকাররা যখন জেলকেটে বের হয়ে আপনার আমার সামনে দিয়ে বুক ফুলিয়ে হাটবে, আমাদের দিক তাকিয়ে বলবে....কিরে ছাগলের তিন নাম্বার বাচ্ছা....... কি হলো লাফিয়ে??? তখন আপনার আমার কিছুই করার থাকবেনা, তাদের সামনে মাথানত করে ঘরে ফিরতে হবে। আমার মনে হয় সেই সময় আর বাকি নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।