আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ছাড়া ভাল নেই মা



তোমাকে ছাড়া ভাল নেই মা প্রতিদিন বেলা শেষে যখন বাড়ী ফিরি কান্ত দেহে তখন দরজায় দাঁড়াতেই বিষন্ন হয়ে যায় মন। ভুল করে বলি”অদিতি...মা...। তুমি ডাক শুনে বা...বা...বলে দরজায় শব্দ করতে প্রাণপণ দরজা খুলতে চেষ্টা করতে,তখন আমি তোমার ছোট্ট পায়ের দৌড়ের আওয়াজ শুনতে পেতাম। খুব গভীরে অনুভব করতাম তুমি আমার কতটা পাগল। তোমার মা দরজা খুলতেই গলা জড়িয়ে চুমু খেয়ে বলতে...বা...বা... আমার চ কো বি..ন, জু...স এনেছো? আমি পরম মতমতায় তোমাকে সেগুলো পকেট থেকে বের করে দিতাম।

আজ সাতদিন হলো মা তুমি নেই চলে গেলে মার সঙ্গে মামার বাড়ী ঢাকায় আর এই অবুঝ বাবা প্রতিটি মুর্হূত, প্রতিক্ষণ তোমার স্মৃতির নদীতে হাবুডুবু খাই। মুঠোফনে তোমার শিশুতোষ কন্ঠস্বর আমার বুকের ভেতর গেঁথে যায় তীরবৃদ্ধ পাখির মত। তুমি যখন বলো, বা...বা...তুমি কখোন আসবে? আসো? ভালো আছো? ’সত্যিইরে মা অদিতি তখন মনে হয় তোর জন্য আমার জন্মটা সার্থক। ’এখনো রাত হলো প্রহীরর মতো জেগে থাকি দুচোখে ঘুম আসে না। তোমার সেই কথাগুলো বারবার বুকে বিঁধে, ”বা...বা...তুমি আমার ছায়াল।

দুধু খাও। ঘুম পাড়ো” বলে শক্ত করে গলা জড়িয়ে ধরতে। সত্যিইরে মা কখনও ভাবিনি পিতৃত্বের এতো সুখ। মেয়ের ভালবাসা এতখানি...। অথচ তুমি জন্মনোর সময় কতদিন কেঁদেছিল তোমার মা।

প্রথম সন্তান মেয়ে বলে। হিন্দু সমাজে মেয়েরা নাকি শুধুই বিড়ম্বনা। অমি কিন্তু সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম আমার এ মেয়েকে তুমি বাংলাদেশের মেয়ে করো। আজ তোমার বয়স এই ২০১০সালের ফেব্রুয়ারীতে দুই বছরে পা দিবে। তোমার এইটুকু বয়সে মেধা, মনন ও বুদ্ধিতে সবাই বিস্মিত।

আমি চাই একদিন সবাইকে সত্যি সত্যি বিস্মিত করে দিবে যেন কেউ কোন দিন মনে না করে হিন্দু মেয়েরা শুধুই বিড়ম্বনা। তোমার মুখের আদলে গাঁথা আছে আমার সর্বস্ব। তোমাকে ছাড়া আমার কিছুই ভাললাগে না মা। তোমাকে ছাড়া ভাল নেই মা...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.