আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই যখন রাধুনি (স্বরনীয় ঘ্যাটনা)

Live Long Happy Strong Stay Young

গতকাল অফিস থেকে এক ঘন্টা আগে বেরুলাম। আইডিবি যেতে হবে ৭টার আগেই। কাজটা ঠিক মতই হল। তারপর এটা ওটা করে বাসায় ফিরতে সাড়ে দশটা। সপ্তাহ খানেক আগে আর ইউজ করবনা ভেবে ব্রডব্যান্ড লাইনটা খুলে বাহিরে ঝুলিয়ে রেখেছিলাম।

হঠাৎ হাই স্পিডের প্রয়োজন হওয়ায় লাইনটা আবার এনে কানেক্ট করলাম। দুই মিনিট পর নেট ডাউন। ত্যাক্ত বিরক্ত হয়ে উঠে আসলাম পিসি থেকে। গোসল করব তারপর খাওয়া। (সকালে উঠতে এত দেরি হয় যে গোসল করার সময় থাকে না,কখনো নাস্তাও করা হয় না।

তাই গোসলটা ঘুমানোর আগেই করে রাখার চেষ্টা করি)। কিচেনে গিয়া দেখি কিছুই রান্না করা নাই। বুয়া আসেনি। সময় রাত ১২টা। পুরা মাথা নষ্ট।

প্রথমে মনে হল বাহিরে গিয়ে কিছু খেয়ে আসি। তারপরেই মনে হল- বাহিরে খাওয়ার খ্যাতা পুড়ি! বুয়ার গুষ্টি কিলাই!! এত কিছু পারি, ভাত রান্তে পারবনা ক্যান। আজকে যা হয় হোক নিজেই রান্না করব। আমার জীবনের একটা স্বরনীয় রাত যখন আমি নিজে রান্না করে খেয়েছি। ভাত তেমন খারাপ হয়নি,শুধু হালকা একটু আঠা আঠা ছাড়া একটাই ডিম পাইছি বাসায়।

কাঁচা মরিচ,পিয়াজ আর লবন দিয়ে গুলিয়ে ভেজে ফেল্লাম গোসল করে খেতে বসলাম। আহা কিযে মজা হয়েছে। এ স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। অবশেষে ঘুম। সকালে দুইটা মোবাইলে এলার্ম।

মা'র ফোন ৫৮বার। ব্যার্থ সবই। অফিস টাইম। গাড়ি আসলো। তিনবার কল দেয়ার পার জাগলাম।

ঘুম জড়ানো কন্ঠে- "আমার একটু দেরি হবে,আপনারা যান"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.