আমাদের কথা খুঁজে নিন

   

হাহাপগে আদোনা - ৭

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।

বাইরে থেকে দরজা নক হচ্ছে। ভেতর থেকে : কে? বাইরে থেকে : আমি। ভেতর থেকে : আমি কে? বাইরে থেকে : আরে, আপনি কে, তা আমি কি করে বলব? জহির : জানিস ইউসুফ, আমার বাবা ভীষণ ভীতু।

ইউসুফ : তুই কি করে বুঝলি? জহির : যখনই আমাকে নিয়ে রাস্তা পার হয়, তখনই বাবা আমার হাত শক্ত করে ধরে আর বলে, সাবধান হাত ছেড়ো না কিন্তু। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে- ১ম বন্ধু : মানুষ বই-টই, কলম-টলম, খাতা-টাতা, এমন জোড়া শব্দ বলে কেন? ২য় বন্ধু : এ রকম কথা বোকা-টোকা লোকেরাই বলে থাকে। শিক্ষক : বলতো মনোয়ার এত রং থাকতে মানুষের কোন অঙ্গ কেটে গেলে লাল রঙের রক্ত বের হয় কেন? মনোয়ার : স্যার, যে কোন বিপদের সংকেত হচ্ছে লাল। যদি কারো কোন অঙ্গ কেটে যায় তাহলে তো সেটা তার জন্য বিপদ, এজন্যই লাল রঙের রক্ত বের হয়। শিক্ষক : জামাল, তুই বড় হয়ে কি হতে চাস? জামাল : গবেষক।

শিক্ষক : কী রকম গবেষক? জামাল : সেটা নিয়েই তো গবেষণা করছি স্যার। ছেলে : বাবা অস্টম শ্রেণী তো পাস করলাম, এখন বল, কোনটা নিব- আর্টস, কমার্স না সায়েন্স। বাবা : আমার কি টাকার অভাব আছে? তুই তিনটাই নিয়ে নে। ১ম বন্ধু : আমি সূর্য দেখে সময় বলে দিতে পারি। ২য় বন্ধু : আরে আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি।

১ম বন্ধু : কিভাবে? ২য় বন্ধু : কেন, ঘড়ি দেখে। সংগৃহিত হাহাপগে আদোনা - ১ হাহাপগে আদোনা - ২ হাহাপগে আদোনা - ৩ হাহাপগে আদোনা - ৪ হাহাপগে আদোনা - ৫ হাহাপগে আদোনা - ৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.