আমাদের কথা খুঁজে নিন

   

একটি আইটি নগরীর সন্ধানে!!!

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

বিগত কিছুদিন ধরে ভাবছি আমাদের একটি শহরকে কীভাবে সামনে নিয়ে আসা যায়। উদাহরণ হিসাবে আমাদের মাথায় রাজশাহীর কথা এসেছে। রাজশাহী এমনিতে শিক্ষা নগরী। দুইটি বিশ্ববিদ্যালয়সহ সেখানে শিক্ষার খুভ ভালো সুযোগ রয়েছে।

দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অন্যনা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পার্থক্য চোখে পড়ার মতো। আমি অন্তত কয়েকজনকে জানি যারা ঢাকায় আসতে চান না!!! ধরা যাক আমরা এই নগরীটিকে বাংলাদেশের আইটি নগরী করতে চাই। তাহলে আমাদের কী করা দরকার? আমরা একটা আলোচনার সূত্রপাত সেখানে করেছি। রুয়েটে আমাদের শিক্ষার্থীদের একটি গ্রুপ (শামীম সমন্বয় করছে) আলোচনা শুরু করেছে। মাননীয় সংসদ সদস্য, মেয়র, চেম্বার অব কমার্স সবার সঙ্গে ওরা আলোচনা করছে।

এই আলোচনা থেকে কিছু বিষয় বের হয়ে আসছে। আরো কিছু রসদ দরকার যাতে আলোচনাটা এটি নির্দিষ্ট গতি এবং লক্ষ্যের দিকে এগুতে পারে। পরের ধাপগুলোতে আমরা রাজশাহীতে কী আছে তার একটি জরিপ করা যেতে পারে, কী ধরণের বিনিয়োগ হতে পারে সেটা নিয়ে আলাপ হতে পারে। রাজশাহীকে একটি আইটিনগরী হিসাবে আদৌ গড়ে তোলা সম্ভব কিনা সেটারও আলাপ হতে পারে। (আমার নিজের বিশ্বাস খুবই সম্ভব)।

এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেঝে সেখানে বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটের সুযোগ আছে, যদিও কেহ সেটা ব্যবহার করছেন বলে জানা যায় নি। কয়েকবছর আগে সেখানে ১০০ জনের একটি সেন্টার ছিল যা কীনা ঢাকার একটি অফিসকে সাপোর্ট দিত। সবার মতামত পরামর্শ দরকার যাতে কাজটাকে এগিয়ে নেওয়া যেতে পারে। আমাদের যা করা দরকার তা হলো - ১. সম্ভাবনার একটি লিস্টি, সেই লিস্ট ধরে সেগুলোকে মাঠে নামিয়ে দেওয়ার জন্য কী কী করতে হবে তার তালিকা, বাস্তাবয়নের জন্য কোথায় কোথায় ধরনা দিতে হবে তার লিস্টি ইত্যাদি ২. আউটসোর্সিং এর জন্য রাজশাহীতে কীভাবে কাজ হতে পারে তার একটি কৌশল বের করা ৩. বিসিএস, বেসিস কী করতে পারে সেগুলো খতিয়ে দেখা ৪. সরকারের ভূমিকা কী হতে পারে, এবং ৫. সবচেয়ে বড় কথা, আলোচনার পর মাঠে কীভাবে নামতে হবে সেটা ঠিক করা এবং মাঠে নেমে পড়া। আলোচনাটা শুরু হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.