আমাদের কথা খুঁজে নিন

   

ফোল্ডার অপশন আছে তবুও হিডেন ফোল্ডার ওপেন হচ্ছে না ????

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন।" www.deshbidesh.tk
ফোল্ডার অপশন আছে তবুও হিডেন ফোল্ডার ওপেন হচ্ছে না। আপনার টুলস মেন্যুতে ফোল্ডার অপশনটি রয়েছে বা এটি ছিলনা আপনি তা ফিরিয়ে নিয়ে এনেছেন। ফোল্ডার অপশন খোলার পর আপনি View হতে show hidden files and folders সিলেক্ট করে এ্যপ্লাই ওকে করছেন কিন্তু তারপর দেখছেন তা পূর্বের ন্যায় কোন কাজ করছে না আবার do not show hidden files and folders অটো সিলেক্ট হচ্ছে। একটি ছোট্র্য সফটওয়্যার এর সমাধান দিতে পারে আর তা হলো রেস্ট্রিকশন রিমোভ টুলস (আর আর টি) । কারো লাগলে ই-মেইল সহ আওয়াজ দিয়েন । আপনার কম্পিউটারে অন্য কোন রেস্ট্রিকশন যদি থাকে এর আওতায় থাকলে তা রিমোভ করে দিবে। সফটওয়্যার, আর আর টি (রেস্ট্রিকশন রিমুভ টুলস্ RRT, ৪৯ কেঃ বিঃ) ডাবল ক্লিক করে খুলে প্রয়োজনিয় ঘরে টিক মার্ক দিয়ে রিমুভ এ ক্লিক করলেই আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অটো রিমুভ এবং স্টার্ট উইথ উইন্ডোজ এ ঘর দুটিতে টিক মার্ক দিলে কম্পিউটার চালুর সময় তা পরিক্ষা করবে আপনার কম্পিউটারে কোন রেস্ট্রিকশন আছে কি না? ফোল্ডার অপশন ফিরিয়ে আনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এই সফটটি মকবুল ভাইয়ের কাছ থেকে পাওয়া মকবুল ভাইকে ধন্যবাদ........................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.