আমাদের কথা খুঁজে নিন

   

হযরত আবু বকর (রাঃ)-এর উদ্বোধনী ভাষণ

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

"বিসমিল্লাহির রহমানির রহিম। " পৃথিবীতে প্রত্যেক জাতির নেতাই তার রাষ্ট্রের বা গোত্রের বা সমাজের জন্য কিছু বার্তা নিয়ে এসেছেন । স্হানকাল পাত্র ভেদে এই বার্তাগুলো ভিন্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তারপরও কিছু বার্তা থাকে যার আবেদন আমৃত্যু পর্যন্ত থেকে যায়।

হযরত আবু বকর (রাঃ) এর প্রথম বার্তাটা এমনই একটা বার্তা যার আবেদন কখোনোই মলিন হবে না। আসুন দেখি মিল খুজে পাই কিনা বর্তমান নেতাদের বার্তার সাথে ১৪০০ বছর আগের হযরত আবু বকর (রাঃ) এর দেওয়া উদ্বোধনী বার্তার । হযরত আবু বকর (রাঃ) বলেন," হে আমার ভাই সকল! আমার উপর সরকারী দায়িত্ব এসে বর্তিয়েছে। আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই; আমি আপনাদের সর্বাত্মক সাহায্য ও পরামর্শ চাই। যদি আমি ভাল কাজ করি আমাকে সমর্থন করুন; যদি আমি ভুল করি আমাকে উপদেশ দিন।

শাসকের নিকট সত্য প্রকাশ করাটা হচ্ছে খাঁটি আনুগত্য ; ইহাকে গোপন রাখাটা হচ্ছে রাজদ্রোহ। আমার দৃষ্টিতে সবল ও দুর্বল সবাই সমান এবং আমি উভয়ের প্রতিই সুবিচার করার আশা রাখি। যতক্ষন আমি আল্লাহ ও তাঁর রসুল (সঃ) এর আনুগত্য করি ,ততক্ষন আপনারাও আমার আনুগত্য করবেন ; আর যদি আমি আল্লাহ ও তাঁর রসুলের আইন অমান্য করি , তাহলে আপনারাও আমার আনুগত্য করা থেকে মুক্ত। " মৃত্যুর অল্প পূর্বে রসুল (সঃ) তাঁর দূত এবং উসামার পিতা যায়েদকে হত্যার প্রতিশোধ নেয়ার জন্য হযরত উসামার নেতৃত্বে সিরিয়ার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করার আদেশ প্রদান করেন। রসুল (সঃ) এর মৃত্যুর পর খলীফা অভিযান প্রেরন বহাল রাখেন।

সেনাবহিনীকে বিদায় জানাতে গিয়ে খলীফা তাদেরকে নিম্মোক্ত উপদেশ দেনঃ "দেখ, তোমরা বিশ্বাসঘাতকতাকে এড়িয়ে চলবে। ন্যায় থেকে কোনভাবেই বিচ্যুত হবে না। কারুর অঙ্গহানি ঘটাবে না, কোন বৃদ্ধ, শিশু বা নারীকে হত্যা করবে না। খেজুর গাছ ধ্বংস করবে না, এতে অগ্নি সংযোগও করবে না এবং যে সমস্ত গাছ মানুষ বা পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তাও কেটে ফেলবে না। অস্তিত্ব রক্ষার প্রয়োজন ব্যতীত মেষের পাল উটের পাল বিনষ্ট বা হত্যা করবে না।

তবে হ্যাঁ , তোমরা ঐ সমস্ত পশুর গোশত খেতে পার যা দেশবাসী আল্লাহর নামে যবাহ করে পাত্র ভর্তি করে তোমাদেরকে পরিবেশন করবে এবং যদি মস্তক মুন্ডিত পাদরিগণ আত্মসমর্পণ করে তবে তাদের বিনা উপদ্রবে ছেড়ে দিও। এখন আল্লাহর নাম নিয়ে সম্মুখে অগ্রসর হও, তিনি তোমাদেরকে তরবারী ও মহামারী থেকে রক্ষা করুন। " প্রিয় পাঠক,আমরা কথা এবং কাজের মিল দেখার অপেক্ষায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.