আমাদের কথা খুঁজে নিন

   

দরপতনে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম দিন আজ রোববার দরপতনের মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। ফলে সূচকের পতন লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৩৪৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এ সময়ে ডিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত ডিএসইতে ৫৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর, ওরিয়ন ফার্মা, আরএন স্পিনিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, স্কয়ার ফার্মা ও ইউনাইটেড এয়ার, আইসিবি, আমরা টেকনোলজিস ও জেনারেশন নেক্সট ফ্যাশন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.