আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই বড্ড বেমানান দেখায়

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

মাঝে আর মাত্র কয়েক ঘণ্টা। জাতি আবারো একটি বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যাস্ত। এই সময় দর্শকপ্রিয় চ্যানেল আই'কে নিয়ে কিছু কথা না লিখে থাকতে পারলাম না। চ্যানেল আইয়ে চলছে জনপ্রিয় আয়োজন- চ্যানেল আই সেরা কন্ঠ।

বিজয় দিবসের ঠিক এক দিন আগে প্রচারিতব্য (এখন সম্প্রচার হচ্ছে) সেরাকন্ঠের পর্ব শ্যুট করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের চারজন কন্ঠসৈনিককে যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাগিয়ে তুলেছিলেন সমগ্র জাতিকে। তাদের সাহচর্যে থেকে এখন পর্যন্ত প্রতিযোগিতায় আস্তিত্ব টিকিয়ে রাখা সাত জন প্রতিযোগি হয়ত কন্ঠযোদ্ধাদের সেই সময়ের চেতনা, আবেগ ও অনুভূতির স্পর্শ পাবেন। ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আই থেকে প্রতিদিন প্রচার হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান "মুক্তিযুদ্ধ প্রতিদিন"।

অনুষ্ঠানটির প্রথম ৩০০ পর্বের ডিভিডিও বাজারে এসেছে সম্প্রতি। প্রধানমন্ত্রীর নির্দেষে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভি'তেও এখন নাসিরউদ্দীন ইউসুফের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজসহ সমগ্র চ্যানেল আই পরিবারকে আবারো ধন্যবাদ। হৃদয়ে বাংলাদেশ থিম কে সামনে রেখে এগিয়ে চলা এই টেলিভিশন চ্যানেল আমার মত একজন সাধারণ দর্শককে প্রচণ্ড অবাক করেছে তার আরেকটি দর্শকপ্রিয় আয়োজন লাক্স চ্যানেল আই সুপারস্টার এর সাম্প্রতিক পর্বে। গত পর্বে প্রতিযোগিতায় এবারের সেরা দশ জন প্রতিযোগিনী নাচ পর্বে পারফর্ম করেছেন।

সেখানে দেখানো হল ভারতনাট্যম, ব্যালে। এমনকি এসময়ের গায়ক ফুয়াদের পপ গানের সাথেও পারফর্ম করলেন তারা। অথচ বিজয়ের মাসে বিজয় দিবসের মাত্র দুদিন আগে প্রচারিত এই পর্বটিতে দেশভক্তির কোন লক্ষণই দেখা গেল না। দেশাত্মবোধক কোন গানের সাথে দেশীয় পোশাকেও (যার ভেতর থাকতে পারত লাল-সবুজের কম্বিনেশন) তো তারা পারফর্ম করতে পারতেন। হয়তো এই ধাঁচের নাচ আধুনিক নাচের গোত্রভূক্ত নয় বলেই পরিকল্পনাকারীরা তা বাতিল করে দিয়েছেন।

কিন্তু ভারতনাট্যমও কোন আধুনিক নাচ নয় বলেই জানি। যতদূর জানি এটি একরকম ক্ল্যাসিকাল নাচ। তাহলে দেশাত্মবোধক নয় কেন?? প্রতিযোগিনীরা ভারতনাট্যম উপযোগী পোশাক পরতে পারলে দেশাত্মবোধক কোন আইটেমের সাথে মানানসই কোন পোশাক নয় কেন? এখনকার কোরীয়গ্রাফাররা নাচের ধারণাকে অনেকটাই বদলে দিয়েছেন। তারা নতুন নতুন স্টেপের মাধ্যমে কোন একটি নির্দিষ্ট থিম কে বেশ নান্দনিক ভাবে উপস্থাপন করতে পারেন। তাহলে তিনটি প্রশ্ন উঠে- ১.অনুষ্ঠানটির নির্মাতা কর্তৃপক্ষের পরিকল্পনায়ই কী সেটি ছিল না? ২ অনুষ্ঠানটির কোরিওগ্রাফার (সম্প্রীতি) এর মাথায় কি এটি আসে নি? ৩.তিনি সেটি করার মত যথেষ্ট ট্যালেন্টেড না? অনুষ্ঠানটির বিচারকেরা প্রায়ই প্রতিযোগিনীদের জিজ্ঞেস করেন লাক্স চ্যানেল আই সুপারস্টার তাদের কাছে কী অর্থ রাখে? প্রতিযোগিনীরাও উত্তর দেন একজন লাক্স চ্যানেল আই সুপারস্টার একরকম ফ্যাশন আইকন।

তাদের পেছনে আছে বহু পরিশ্রম, সাধনা। একইভাবে লাক্স চ্যানেল আই সুপারস্টার হলে কী করবে প্রশ্নের জবাবে তারা বলেন সমাজের প্রতি তাদের (সুপারস্টারের) দায়বদ্ধতা, নারী জাতির প্রতি তাদের করণীয়, দেশের প্রতি তাদের কর্তব্যের কথা। তখনি মনে পড়ল কয় দিন আগে নেটে পাওয়া একটি পোস্টারের কথা। পটুয়া কামরুল হাসানের ডিজাইনকৃত সেই পোস্টারে লিখা বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা কথাটা চোখের সামনে ভেসে উঠল। সরাসরি প্রশ্ন করার সুযোগ পেলে বোধহয় জিজ্ঞেস করতাম, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীরা এত আত্মত্যাগ স্বীকার করতে পারলে তারা কী এটুকু করতে পারতেন না? এদের মধ্যে একজনই তো এবারের সুপারস্টার নির্বাচিত হবেন।

তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা কী তাদের কর্মপরিধির বাইরে? হয়তোবা তারা এগুলো পারফর্ম করতে বাধ্য ছিলেন। নির্মাতারাই সবকিছু ঠিক করে দিয়েছেন। কী পারফর্ম করবেন তা সিলেক্ট করা হয়তো তাদের এখতিয়ারের বাইরে। কিন্তু এই অজুহাতেই কী সব কিছু পার পাওয়া সম্ভব হবে? এসব লিখতে লিখতে আরেকটি প্রশ্ন জাগল, গ্ল্যামার জগতের সাথে কী দেশ,সংস্কৃতি এসব যায় না?? কিন্তু তাই বা কীভাবে হয়? আজকের প্রথম আলোর নকশাতেই তো বিজয় দিবসের থিমে তৈরি পোশাকে গ্ল্যামার জগতের সুন্দরীদের দেখলাম। সবকিছু কেমন গোলমেলে মনে হল।

শেষ করার সময় তাই এটুকুই বলার "চ্যানেল আই এসব সত্যিই বড্ড বেমানান দেখায়। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।