আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্তু ৯.১০!!! সাহায্য চাই!!!

শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...

গতকাল উবুন্তু ৯.১০ ডেস্কটপ এডিশন ইন্সটল করেছি। দূর্দান্ত। কিন্তু যেহেতু উবুন্তুতে নবিশ...তাই ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি...এক্সপার্টদের সাহায্য চাই। ১. সাউন্ড না পাওয়া: সাউন্ড কার্ড কি আবার ইন্সটল করতে হবে? ২. এমপিথ্রি বা ভিডিও ফাইলগুলো রান না করা। কোডেক জাতীয় কিছু থাকলে তার লিংকটা এবং আপগ্রেডের পদ্ধতিটা জানালে ভালো হয়। ৩. ফটোশপ বা ইলাস্ট্রেটর কি ব্যবহার করা যাবে? হলে কিভাবে? আপতত: জরুরী প্রযোজনগুলোর সামনে আসছে....ব্যবহারে অভ্যস্ততার উত্তোরত্তর বৃদ্ধিতে বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে পরবর্তীতে সাহায্যপ্রার্থী পোষ্ট দেবো। এছাড়াও যে কোন ধরনের পরামর্শ পেলে ভালো লাগবে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।