আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজে উবুন্তু পটভূমি

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

আমার উবুন্তু খুবই পছন্দ। কিন্তু কিছু অদ্ভুত কারনে আমি এখন পর্যন্ত ঠিকমত উবুন্তু ব্যাবহার করতে পারছিনা। তাই ঠিক করেছিলাম যে উবুন্তুর থিম বা পটভুমি ব্যাবহার করবো। তাই গতকাল উবুন্তুর একটা থিম ডাউনলোড করি। কিন্তু দেখি উইন্ডোজ সেই পটভুমি ব্যাবহার করতে পারছে না।

তখন ওয়েব ঘেঁটে দেখতে পেলাম একটা অতিরিক্ত সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। তো সেই মোতাবেক UXTheme Multi-Patcher (Neowin Edition) 4.0.exe ফাইলটি ডাউনলোড করে রান করলাম। উইন্ডোজ এক্সপি যাতে অন্যান্য থিম সাপোর্ট করে এটাই এই প্যাচার এর কাজ। সেটআপ শেষ হওয়ার পর কম্পিউটার রিস্টার্ট দিলাম। এরপর আমার পছন্দের উবুন্তু থিমটা চালিয়ে দেখি ঠিকই কাজ করছে।

এরপর অফিসিয়াল উবুন্তু ওয়ালপেপারটাও ডাওনলোড করে নিলাম। এখন আমার ডেস্কটপ অনেকটাই দেখতে উবুন্তুর মত। এরপর ফাইল এক্সপ্লোরার যাতে উবুন্তুর মত হয় তার জন্য একটা সফটওয়্যার Yztoolbar.zip ডাউনলোড করে রান করলাম। এখন এক্সপ্লোরারও দেখতে উবুন্তুর মত। বিস্তারিত জানার জন্যঃ উইন্ডোজে উবুন্তুর পটভুমি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.