আমাদের কথা খুঁজে নিন

   

আমার উবুন্তু অভিজ্ঞতা (১)



উইন্ডোজের উপর বিরক্ত ছিলাম অনেকদিন। আর লিনাক্সও ব্যবহার করে দেখতে চেয়েছিলাম। নেটে উবুন্তু নিয়ে অনেক লেখা পড়লাম। কিন্তু কোথায় পাব উবুন্তু? আইডিবিতে বেশ কয়েকবার খুঁজলাম। ওরা উবুন্তুর নামও শুনেনি।

উবুন্তুর ওয়েবসাইটে গিয়ে সিডি রিকোয়েস্ট দিলাম। তাও পেলাম না। প্রথম আলোতে পড়লাম শ্রাবণীর কথা। মেলায় গেলাম খুঁজতে। পেলাম না।

নাই কোথায়ও নাই উবুন্তু। পরে আইডিবিতে একটা সিডির দোকানে পেলাম। রাইট করালাম ১৮০ টাকা দিয়ে। পিসিতে আগেই এক্সপি আর ভিস্তা ইন্সটল করা ছিল। এবার দিলাম উবুন্তু।

৬০ গিগাবাইট মিউজিক কালেকশনের , অনেক প্রয়োজনীয় ডকুমেন্টের কোন ব্যাকআপ না নিয়েই উবুন্তু সেটাপ দিয়েছিলাম বলে খুব নার্ভাস ছিলাম। হয়ে গেল তেমন কোন ঝামেলা ছাড়াই। ঝামেলা আসলে হয়েছে অনেক। প্রথম সমস্যা এক্সপি উধাও। উবুন্তু আর ভিস্তা দুটোই চলছে।

তখনো অনেক উইন্ডোজ সফটওয়্যার ভিস্তা কম্পাটিবল ছিলনা। আইটিউনস ইন্সটল করা ছিলনা ভিস্তাতে। আইপড আপডেট করতে কিছু সমস্যা হচ্ছিল। আর ভিস্তা খুব স্লো। ডুয়াল কোর প্রসেসর , গিগাবাইট র‌্যাম কিছুই যেন ভিস্তার জন্য যথেষ্ঠ না।

GRUB এডিট করে এক্সপি রিকভার করতে অনেক ছেস্তা করলাম। পারিনি। এক্সপি থাকলে ভিস্তা নেই, ভিস্তা থাকলে নাই এক্সপি। এভাবেই চালালাম বেশ কিছুদিন। এত গেল উইন্ডোজের সমস্যা।

আর উবুন্তু? কোন ধরনের মাল্টিমিডিয়া ফাইলই চলছেনা। আমি গেইম ফ্রীক না। তাও মাঝে মাঝে ক্রিকেট২০০৭ গেইম খেলতাম। এখন পারছিনা। গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করতে পারছিনা।

আর উবুন্তুর জন্য সফটওয়্যার পাব কোথায়? ইন্টারনেটে অনেক ব্রাউজ করলাম। আহা, উবুন্তুতে প্রায় সব কাজ করার জন্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আর আমার তখন ইন্টারনেট কানেকশন ছিলনা। কি করবো আমি? অথই সাগরে পড়ে গেলাম...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।