আমাদের কথা খুঁজে নিন

   

আনবিক / পারমানবিক শক্তির কথা কোরআনে আছে।

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

একটি পোস্টের মন্তব্যে আরিফুর ভাই বলেছেন আরিফুর রহমান বলেছেন: আমার মনে হয় এইটা ডিভিডিতে বার্ন করা ছিলো... কিন্তু ডিভিডির শেল্ফ লাইফ মাত্র শ'খানেক বচ্ছর.. যেহেতু ডিভিডিতে মইরচা ধরচে... তাই মুহাম্মদ ভাই উহা নিজের মতো কইরা লেখছেন.. Click This Link এর ১৯ নং মন্তব্য আমি বলি যে পৃথিবীতে শক্তির / জ্বালানী জন্য যা ব্যবহার হয় তার বড় অংশ আসে পারমানবিক শক্তি হতে। ১৯ শতকে মানুষ পারমানবিক শক্তির ব্যবহার শিখে। কিন্তু কোরআনে পারমানবিক শক্তির কথা বলা আছে। দেখুন Click This Link কোরআনে বলা আছে যে দোযখের আগুন পাথর দিয়ে জ্বালানো হবে। আর ইউরেনিয়াম প্রকৃতিতে আকরিক হিসেবে পাওয়া যায় যা এক প্রকার পাথরের মত। কোরআনে বলা আছে যে সেই আগুন আমাদের দেখা আগুন থেকে অনেকগুন উপ্তপ্ত হবে, আর কে না জানে যে পারমানবিক বিক্রিয়ার উৎপন্ন তাপ আগুনের চেয়েও অনেকগুন বেশী। তাহলে আরিফুর ভাউয়ের মতে (কোরআন আল্লাহর তরফ থেকে না হলে) ১৪০০ বছর আগে মুহাম্মদ (সাঃ) নামে একব্যাক্তি পারমানবিক শক্তি আবিস্কার করেছিলেন? আরিফুর ভাইদের মত লোকেরাতো মুহাম্মদ (সাঃ) মহা দেবতা বানিয়ে ফেলবেন। সেজন্যই কোরআনে বারবার বলা হয়েছে যে মুহাম্মদ (সাঃ) একজন মানুষ যাকে আল্লাহ তার বার্তা প্রেরনের জন্য মনোনীত করেছেন, তিনি কোন দেবতা নন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।