আমাদের কথা খুঁজে নিন

   

সেন্টমার্টিন অভিযান - ৪

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
ঈদের পর হুট করে সিদ্ধান্ত নিলাম সেন্টমার্টিনে যাব, যেই কথা সেই কাজ ।

কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম সেন্টমার্টিনে । পর্যয়ক্রমে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি । আজকে তারই চতুর্থ পর্ব । আগের পর্ব দেখুন এখানে..http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29058711 দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যেখানে সাগর গর্জন করে আছরে পড়তো সেখানে ফুটবল খেলার মাঠ, অর্থাৎ ভাটার কারণে পানি নেমে গেছে অনেক নীচে । ছোট ছোট কাকড়া বেলাভুমিতে দিয়েছে শিল্পীর আচড় সাগর পারের কাকড়া শিশু আর মানব শিশুর আচরনে পার্থক্য আছে বলে মনে হলো না বালিতে সমুদ্রের ঢেউয়ের ছাপ একেবারে স্পষ্ট এটা একটা ট্রলারের নোঙর, জোয়ারের সময় ট্রলারটা নোঙর ফেলে বেধেছিল, এমনি আরো একটা নোঙর আছে ট্রলারের সামনের দিকে ।

এখন ভাটা বলে ারো উপরে শুকনায় দেখা যাচ্ছে ট্রলারটাকে । আবার জোয়ারের সময় ওটা পানির নাগালে আসবে । সাগরে প্রতিদিন এি খেলা চলে দুইবার করে । সূর্য গেল পাটে, আমরা গেলাম হোটেলে........ [img|]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.