আমাদের কথা খুঁজে নিন

   

সেন্টমার্টিন থেকে লিখছি ---------১

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

পুলাপান সব ভালো আছোতো? এই মুহুর্তে সেন্টমার্টিনের এক ঘুপচি ঘরে বসে লিখছি। বহু কষ্টে ল্যাপের টপে ফোনটারে কানেক্ট করলাম। ভুল কৈরা ডাটা কেবল নিয়া আসিনাই বইলা ইনফ্রারেড দিয়া কাম সারতে হইতাছে।

যাউক এইগুলি কামের কথা না, কথা হইলো গিয়া আমি এই সেন্টমার্টিনেও একটা ছাগু খুইজা পাইছি। জম্পেশ ছাগু, থুতনিতে দাড়ি আছে। ফটুক তুইল্লা ফালাইছি আপনাগো লাইগা। আইসা শেয়ার করুমনে। এইখানের কোনো কিছুই আর আগের মতন নাই।

সব বদলাইয়া গেছে। অনেকদিন পরে আইলাম এইবার। আগে জেলেরা মাছ ধরতো ইয়া বড় বড়, এখন রুপচাঁদার ১ ইন্চি সাইজের পোনা জালে লাগলেই মহা খুশি সব। চারদিকে ভোটের আওয়াজ, সব সময়ের মতই জামাতের আধিপত্য প্রবল। তবে মানুষ গুলা অনেক বেশি ম্রিয়মান আজকাল।

ঢেউ গুলিও কেমন যেন ছোট হয়ে আসছে। গত দুদিন ব্লগে ঢুকতে পারিনি, জানিনা জামাত বিরোধী শক্তির ভেতরকার ফাটল নিয়ে ছাগু গুলো এখনো ফায়দা লুটছে কিনা। একটা সামান্য কথা কাউরে বুঝতে দেখলাম না। ভাই গরুর বর্জ্য দিয়ে সার হয়, হয় বায়ো গ্যাস। আমরা কি সারাখন ঐ নোংরা গোবরের কথা চিন্তা করি?? অনেক খারাপের ভেতর থেকে সামান্য ভালো টুকু বের করে নিলে ক্ষতি কোথায়? খারাপকে না হয় ইগনোর করেই গেলাম।

অন্তত ছাগু গুলোকে ফায়দা লুটতে দেবেননা প্লিজ। ল্যাপটপের চার্য শেষ, আমি আপাতত গেলাম। ভাল থাইকেন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.