আমাদের কথা খুঁজে নিন

   

সেন্টমার্টিন অভিযান - ১

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
ঈদের পর ইচ্ছে ছিল ভারত ও নেপাল যাওয়ার ।

কিন্তু ইন্ডিয়ান ভিসা জটিলতায় এই ট্যুর বাদ দিলাম । হুট করে সিদ্ধান্ত নিলাম সেন্টমার্টিনে যাব, যেই কথা সেই কাজ । কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম সেন্টমার্টিনে । পর্যয়ক্রমে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো । টেকনাফ থেকে আমাদের বহনকারী জাহাজ ঈগল-১ জাহাজে উঠার উদ্দ্যেশ্যে জেটি ধরে হাটা........ কোষ্টগার্ডদের সতর্ক প্রহরা নাফ নদীতে আলোড়ন তুলে আমাদের জাহাজ ছুটে চলল.............. আমাদের জাহাজের আগেই জেটি ছেড়ে গিয়েছিল কেয়ারী সিন্দবাদ ও কুতুবদিয়া নামক জাহাজ দুটি ।

মাছ ধরায় রত কিছু জেলে নৌকা দূরে দেখা যাচ্ছে জেলেদের গ্রাম ও একটি সাইক্লোন সেন্টার গাংচিলগুলো আমাদের জাহাজের পিছনের পানির ঘুর্ণনে এসে ঝাপিয়ে পড়ে মাছ ধরছিল, যা দেখতে সত্যিই মনোমুগ্ধর , আমার ক্যামেরায় ইহা সঠিকভাবে ধারণ করতে পারিনি । এটা সম্ভবত কোন একটা দ্বীপ, যার ওপাশে ঝাপসাভাবে দেখা যাচ্ছে পাহাড় শ্রেণী ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.