আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ি রাখলেই কি মৌলবাদী অথবা উগ্রবাদী?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

কথা হচ্ছিল এক চেক রিপাবলিকের মহিলার সাথে। লন্ডনে আসার পর অনেক দেশেরই মানুষের সাথে কথা হয়েছে। কিন্তু এই চেকের মহিলার কথা অনেকটা ভিন্ন। মহিলার দীর্ঘদিন তুরস্কতে থাকার অভিজ্ঞতা আছে। উনি বললেন আমাদের বাংলাদেশী মুসলমানদের মতন তুর্কীতে তাদের নামের আগে মোহাম্মাদ শব্দটি নেই।

আমি এও এর সাথে যোগ করলাম সেখানে কেউই প্রায় দাড়ি রাখে না। এই প্রসঙ্গে তিনি বললেন যে সেখানে মানুষ দাড়ি রাখে ঠিকই। কিন্তু তাদের কে মৌলবাদী বলে। আমি অবাক হলাম। পরে তাকে বললাম যে কামাল আতাতূর্কের অতি ধর্মনিরপেক্ষ আচরণ তুরস্ককে এই পর্যায়ে নিয়ে এসেছে।

আমি তাকে উদাহরণ দিলাম এই লন্ডনেও অনেক বাংলাদেশীর মতই বিশ্বের অন্য স্থান হতে আগত মুসলমানদের অনেকেই দাড়ি রাখে। কিন্তু আমি দাড়ি না রাখলেও তাদের মতই ইসলামের মৌলিক বিশ্বাস আছে। তাকে বললাম তুমি যেই অর্থে মৌলবাদী বলছ আসলে তা হবে উগ্রবাদী। সবশেষে বললাম মৌলিক বিশ্বাস থাকলেই সবাই উগ্রবাদী নয়। তাই দাড়িওয়ালা মানেই খারাপ ব্যাক্তি নন।

বাস্তবতা হল ইসলাম সমন্ধে পাশ্চাত্যে যে ভুল ও মিথ্যা ধারণা আছে এটা তার ছোট্ট একটি অংশ মাত্র। আমাদের প্রত্যেকেরই উচিত এ বিষয়ে যার যার অবস্থান হতে সাধ্যমত তাদের ভুল ভাঙানো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।