আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ এক বিপ্লবীর প্রতি শানিত পঙ্ক্তিমালা

তরুণ এক বিপ্লবীর প্রতি শানিত পঙ্ক্তিমালা হান্নান কল্লোল যে বয়সে প্রেম প্রজাপতি হয়ে পাখা মেলে সে বয়সে সে ফুল নয় আগুন নিয়ে খেলে। গনগনে কামারশালায় লাল পতাকার কাস্তে হাতুড়ি নিদ্রা যায়। তবুও সে চায় বিপ্লবের স্বপ্নরা যেন মিশে না যায় ধূলিকণায়। শ্রেণিশত্রুর প্রতিআক্রমণ প্রতিহত করে উত্তপ্ত হাওয়ায় খাপখোলা তলোয়ার ঘুরিয়ে পাখিনাদে কল্লোলিত বনভূমির ভেতর দিয়ে প্রস্তুতিপর্বের পর সে চলে যায় দৃশ্যের বাহিরে। মানবিকতার পিঠে পড়ে পাশবিকতার চাবুক। কামানের সামনে দাহক দ্রোহ পেতে দেয় বুক। আগাছা পরগাছার মতো জন্ম নিচ্ছে কতো না তন্ত্রমন্ত্র! শ্রমিকের শ্রম-ঘাম-রক্তে জয়ী কি হবে না সমাজতন্ত্র? তার মতের ব্রতে পড়ছে গালা; মনের ক্ষতে বাড়ছে জ্বালা। জল ঢেলে দাও আকাশ, ফুঁ দিয়ে যাও বাতাস। মাটিতে মিশে একদিন সে হয়ে যাবে ঘাস- সেই ঘাসেরও লিখতে হবে নতুন ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।