আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসী বারুদের ঘ্রাণ



জমা রেখে যাই , নেশাখোর রাতের মায়া। জড়িয়ে থাকা শীতের শরীরে তিলক এঁকে এই মাটিকেও জানাই প্রণাম। কথা থাক , দেখা হবার শেষ প্রত্যুষে একটি হিজল ফুলের মালা তুলে দেবো হাতে । এই স্মৃতি , এই মায়ার মন্দির ছুঁয়ে তারপর চলে যাবো অন্যভূমিতে । যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই। সমতল স্রোতের আবীরে , দেখা যায় পরস্পরের মুখ। আর দুহাতে বিশ্বাসী বারুদের কাঠি তুলে নিতে নিতে মিলিয়ে নেয়া যায় রাতসূত্রের ঘ্রাণ। মহান সন্ধ্যার নদীতে পা ভিজিয়ে দেখে নেয়া যায় হিমের বদান্যতা, স্পর্শের আড়াল। ছবি- রবার্ট রয়েন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.