আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতায় বিশ্বাসী ক্যাটরিনা

সবাই প্রতিযোগিতা ভয় পায়। কেউ কেউ প্রতিযোগিতা ছাড়াই ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু এ ব্যাপারে একেবারেই উল্টো ক্যাটরিনা কাইফ। তিনি বরং প্রতিযোগিতায় বিশ্বাসী। অভিনয়ের ক্ষেত্রে প্রতিযোগিতাকে ইতিবাচক বলে মনে করেন ক্যাটরিনা।

টিনসেলে নায়িকাদের ইঁদুর দৌড় নতুন কিছু নয়। বর্তমানে এই দৌড়ের দুই পাকা খেলোয়াড় হলেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ। পরপর তিনটি বঙ্ অফিস হিট ছবির মাধ্যমে নিঃসন্দেহে এখন নায়িকাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা। তাই বলে নিজের অবস্থান নিয়ে মোটেও চিন্তিত নন ক্যাট। বরং তিনি মনে করেন, প্রতিযোগিতামূলক পরিবেশে মানুষ আরও ভালো কাজ করতে পারে।

ক্যাট বলেন, আমার মনে হয় আমি ক্যারিয়ারে এতদূর পর্যন্ত যে আসতে পেরেছি সেটা আমার সৌভাগ্য।

ঈশ্বর আমাকে চাওয়ার চাইতে অনেক বেশি দিয়েছেন। দুঃখ পাওয়ার মতো কিংবা অভিযোগ করার মতো কিছু পাইনি আমি। প্রতিটি ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তোলা একটি ভালো প্রয়াস। প্রতিযোগিতা অবশ্যই ভালো।

এতে আমরা আরও ভালো কাজ করতে আগ্রহী হই।

দীপিকার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু দীপিকা কেন, সব অভিনেত্রীর সঙ্গে আমার প্রতিযোগিতা থাকা উচিত। '"

ক্যাটরিনা অভিনীত 'ধুম থ্রি' এখন রয়েছে মুক্তির মিছিলে।

নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত 'ধুম থ্রি' ছবিতে আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাট। মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

এ ছবি দিয়ে ক্যাট আবার শীর্ষে পেঁৗছবেন বলেই ধারণা বলিউড বিশেষজ্ঞদের।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.