আমাদের কথা খুঁজে নিন

   

বিচারকের যদি এক চোখ কানা হয়.....

http://www.facebook.com/Kobitar.Khata
একদিন একজন ব্লগার(ফারুক৫৫) কোরআন শরীফের কিছু আয়াতকে অপব্যাখ্যা করে পোষ্ট করে। সেখানে সে কোরআনের কিছু আয়াতে কিছু শব্দ নিজে থেকে যোগ করে এবং বলে যে কোরআনে বলা আছে হাদিস কে অনুসরণ না করতে। যেহেতু সাথে সাথে তার পোষ্টের ভুলগুলো ধরে নতুন পোষ্ট করা সহজ ছিল না তাই পরদিন আমি কোরআনের আয়াত গুলো খুঁজে সেগুলোর সঠিক আর্থসহ তার পোষ্টের প্রতিবাদ করে একটি পোষ্ট করি এবং আমার পোষ্টটি ব্লগারদের মধ্যে দারুন সাড়া পেলে। কিন্তু পোষ্ট প্রকাশের কয়েক ঘন্টা পর কর্তৃপক্ষ আমার পোষ্টটি মুছে দিয়ে আমাকে জেনারেল করে। কারণ হিসেবে জানানু হয়....... ২ঘ. অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই। অথচ এখন প্রায় নিয়মিতই কোন পোষ্টের প্রত্যুত্তরে নতুন পোষ্ট দেখতে পাই। এখন সামুর নীতিমালা কোথায় থাকে? আমার পোষ্টি যদি সামুর নীতিমালা বিরোধী হয় তাহলে পোষ্টটি ডিলিট করে দিলেই তো হতো, জেনারেল করার দরকার কি ছিল? এখন যারা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট দেয় তাদের পোষ্ট ডিলিট করার হয়না অথচ আমার পোষ্ট কেন ডিলিট করা হয়েছিল? ইসলামীক পোষ্ট ছিল বলে? বিচারক কখনো একচোখা হতে নাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.