আমাদের কথা খুঁজে নিন

   

মাটি তুমি, ভূমি তুমি, তুমি নদী আর ফুটন্ত ফুল

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মাটি তুমি, ভূমি তুমি, তুমি নদী আর ফুটন্ত ফুল শাফিক আফতাব......................... যখন পুঁতে দিলাম নরম মৃত্তিকায় ধানের গোছা মৃত্তিকার সাথে ধান বীজের হলো নিবিড় সম্পর্ক উষ্ণতা আর উত্তাপে দূরীভূত হলো মরিচা তুমি তখন ঝেড়ে ফেলে দিলে সকল তর্ক। মাটি তুমি, ভূমি তুমি, তুমি নদী আর ফুটন্ত ফুল তোমার উপমা খুজিঁ নদী নক্ষত্র সাগরের বেলাভূমি জুড়ে তোমার তুলনা তুমি, তবু মনে হয় তুমি চাষযোগ্য ভূমিতুলতুল তোমার স্পর্শে, কী আনন্দ বিহ্বলতা আসে মন জুড়ে।

রাজদুয়ার ভেদ করে যবে ঢুকে পড়ি অন্দরমহলে তোমার রাজঅতিথিরে তুমি আতিথেয়তায় ঋদ্ধ করো দেহের সুধায় তুমি পুলকের পুল সাঁতরে নদী করে দাও অতিথিরে পাড় ঘোড়ার লাগাম ছিড়েঁ তখন আমি দূরে বেগে ধায়। এসো তোমাকে চষি, কৃষিজীবী আমি এক কঠিন কৃষক 'তুমি আমার, আমি তোমার' গবেষণা হোক এই শীর্ষক। ২৯.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।