আমাদের কথা খুঁজে নিন

   

কেউ দুরে নয়

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

কেউ দুরে নয়- যে আশ্রয় আশাতীত মনে বলে যায় “বৈকুণ্ঠ” থাকতে হবে এ মাসটা জুড়ে একাকি নিভৃতে আমি চলে যাই ফিরে কথা হবে। সংক্ষিপ্ত থেকে আত্মমননে ও পথে হেঁটো না, ওখানে দেয়ালেরও কাঁটা থাকে হাত রাখলে রক্তের ছড়াছড়ি কষ্ট পাবে। কেউ দুরে নয় শেষের অশ্র“র অর্হনিশ শূণ্যতা দেখে যে নিরাবরণ বাঁচিবার প্রলুব্দতার আবরণে ঢাকা, তার কথা আসছি এবার তোর কাছে একেবারেই জায়গা হবে। নিলুটা বড্ড বার বেরেছেরে আর পারি না বেলির তো শব্দের ভাংচুরে প্রতিণ মূখ্যতা। বৃষ্টির বন্ধুটি তেমনি অচেনা জানিনা কোন পুরুষতায় ভেড়ে তার আখ্যেবন, শুধু রক্ত মাখা স্মৃতির দরজায় রেখে দেখাদেখি ভালো কই, ভালো থেকো। কেউ দুরে নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।