আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোট্ট তথ্য, আবারও পড়ুন (জনাব মতিউর রহমান নিজামীকে নিয়ে)

পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!

ইংরাজিতে একখান কথা আছে---ওয়ান আপেল এ ডে, কিপস দি ডক্টর এওয়ে। অর্থাৎ কিনা, দিনে মাত্র একটা আপেল খাও, ডাক্তারখানায় আর যেতে হবেনা, অর্থাৎ স্বাস্থ্য ভাল থাকবে। এই রকমই আমার একটা প্রয়াস, ওয়ান সিম্পল ফ্যাক্ট এ ডে, কিপস দি ইগনোরেন্স এওয়ে। দৈনিক একটা করে সত্য কথা পড়ুন, আর অজ্ঞানতা থেকে দূরে থাকুন। আজকের সিম্পল ফ্যাক্ট: জামায়াতে ইসলামীর বর্তমান আমীর মতিউর রহমান নিজামী ১৯৭১ সালে কী ছিলেন? তিনি ছিলেন আল-বদর নামক আধা-সামরিক বাহিনীর কমান্ডার ইন চীফ, যে বাহিনী মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষ হত্যা, অপহরণসহ গণহত্যা চালিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করেছে, আর ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবি হত্যায় একটি প্রধান ভূমিকা নিয়েছে।

সিম্পল ফ্যাক্ট এইটুকুই। এই ফ্যাক্ট কি সত্য? হাসাইলেন ভাই! এইখানে এমন কিছুই বলা হয় নাই যা সবাই জানেনা। আপনিও আগেই জানতেন এইটা, আমি খালি মনে করায়া দিলাম। অনেকেই বলেন, জামায়াতের নেতারা নাকি পাকিস্তানকে নৈতিক সাপোর্ট দিয়েছিলেন মাত্র। আমি খালি হাইলাইট করব "আধা-সামরিক" শব্দটার দিকে।

অর্থাৎ কিনা, সশস্ত্র। কিরকম সশস্ত্র? আমাদের বিডিআর হল আধা-সামরিক। এইবার বুঝে নেন, "নৈতিক সাপোর্ট" কাকে বলে। ফ্যাক্ট। সিম্পল ফ্যাক্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.