আমাদের কথা খুঁজে নিন

   

বস্ত্র বালিকাদের উদ্দেশ্যে নিবেদিত কবিতা



সরসিজ আলীম_এর কবিতা সেলাই এবার তবে ঘুমাও তুমি কান্নালেখা! তোমার বালিশে কয়েক ফোঁটা বৃষ্টির ছাট। বৃষ্টি পেয়ে জন্মালো ঘাসফুল, লতাপাতা, লাল মোরগঝুটি, সবুজ সাফল্য, হলুদ বিচিত্র আর শাদা দিবস সুতো। সুতোরা লিখতে চাইলো ফোঁপানো কলসি-কান্না, কান্নারা গাছে ধরে না, সমুদ্রে গর্জন করে। গর্জন করতে পারে চৌ-চিৎকার, হাটে হাঁড়িভাঙা হাহাকার, বজ্র-বিক্ষোভ, এবং গালাগালি করে গা-গতর ছিলে ফেলা, রিরংসা নিয়ে গলি গলি ঘোরাফেরা। আর ঘোরাফেরা করে যে সকল পুঁথি-পত্র ফসলের সুষম বণ্টন করে দেবে বলে,Ñ তারা সমুদ্র গর্জনে পৌঁছতে পারছে না। যাও ঘুমাও গিয়ে কান্নালেখা! অতি প্রত্যুষে ক্ষেত-মাঠ পার হতে হবে তোমাকে, মহামান্য প্রেসিডেন্টকে কাপড় সেলাই করে পাঠাতে হবে, তোমার হাতের সেলাই না হলে তিনি-তো কাপড় পরতেই পারেন না। ফিদেলকে নিয়ে তো চিন্তা হয় না। সে নিজ হাতে কাপড় সেলাই করতে জানে। জানে একমুঠো ভাত মুখে তুলতে তোমার সেলাইগুলোকে কত কষ্ট করতে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.