আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ সরকার 'বিশ্বাসঘাতকতা' করেছে: উলফা

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা শনিবার অভিযোগ করে বলেছে, বাংলাদেশ সরকার তাদের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছে। শনিবার আসামের প্রধান নগরী গৌহাটির মুখ্য ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর সদ্য আটক উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোওয়া সাংবাদিকদের কাছে বলেন, "বাংলাদেশ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। " ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত শুক্রবার জানায়, অরবিন্দ, তার স্ত্রী ও দুই সন্তানকে বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে মেঘালয়ের ডাউকিতে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে অরবিন্দের ব্যক্তিগত দেহরক্ষী রাজা বোরা ও উলফার সামরিক শাখার উপ প্রধান রাজু বড়�য়াকেও আটক করা হয়।

পরে তাদের সবাইকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। রাজা বোরা ও রাজু বড়ুয়াকেও শনিবার আদালতে হাজির করা হয়। তাদের তিনজনকেই বারো দিনের রিম্যান্ডে দেয় আদালত। বুধবার থেকে ভারতের প্রচারমাধ্যম নাম উল্লেখ না করে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলে আসছে উলফা নেতাদের বাংলাদেশে আটক করে ভারতের হাতে তুলে দেওয়া হয়। সেদিনই নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিবরা ওই খবরের সত্যতা নিশ্চিত বা অস্বীকার কোনটাই করেননি।

তবে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকায় উলফার কাউকে গ্রেপ্তারের খবর স্পষ্টভাষায় অস্বীকার করে বলেছেন, এরকম তার কিছু জানা নেই। ভারত সরকার শুক্রবার রাজখোওয়ার গ্রেপ্তারের খবর প্রথম প্রকাশ করে। বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো অপরাধী প্রত্যর্পণ চুক্তি নেই। তবে ভারতের গোয়েন্দা কর্তৃপক্ষ দাবি করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেদেশের পলাতক আসামীদের পাকড়াও করার জন্য দিল্লির একটি প্রস্তাব ঢাকা স�প্রতি পরোক্ষভাবে গ্রহণ করেছে। উলফা ১৯৭৯ সাল থেকে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য আসামকে 'স্বাধীন' করার জন্য নয়াদিল্লীর শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.