আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মাধ্যমিক স্তরে ইসলাম শিক্ষা উপেক্ষিত কেন?

একাদশ ও দ্বাদশ শ্রেণির মানবিক শাখায় বিগত বছরগুলোতে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক অথবা ঐচ্ছিক বিষয় হিসেবে শিক্ষার্থীদের নেয়ার সুযোগ ছিল। পত্রিকান্তরে জানা যায়, এনসিটিবি কর্তৃপক্ষ ইসলাম শিক্ষা বিষয়টিকে ২০১৩-২০১৪ সেশন থেকে ঐচ্ছিক হিসেবে ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হয়ে ইসলাম শিক্ষা বিষয়টিকে আবশ্যিক বিষয় হিসেবে পড়তে আগ্রহী লক্ষ লক্ষ শিক্ষার্থী অত্যন্ত মর্মাহত হয়েছে। এর ফলে একদিকে যেমন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হবে অপরদিকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ শিক্ষার্থীর স্বল্পতার দরুন চাকুরী হারাবার ঝুঁকিতে পড়বেন। সর্বোপরি অভিভাবকগণ তাদের সন্তানদের ইসলাম শিক্ষা হতে বঞ্চিত হবার বিষয়টিকে কোনভাবেই মেনে নিতে পারছেন না।

তারা মনে করছেন, চরম নৈতিক অবক্ষয়ের এ যুগে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক থাকায় এবং শিক্ষার্থীরা তা স্বত:স্ফূর্তভাবে নেয়ায় যৎসামান্য হলেও নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা পেয়ে আসছে। উক্ত বিষয়টি ঐচ্ছিক পর্যায়ে নেমে আসায় এবং ইসলাম শিক্ষা ব্যতীত এমন কিছু বিষয় নেয়ার সুযোগ থাকায় যাতে অধিক নম্বর পাওয়ার সুযোগ রয়েছে, এমতাবস্থায় শিক্ষার্থীরা অধিক নম্বর পাবার আশায় উক্ত বিষয়টি না নেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এর ফলে তারা আরও ভয়াবহ নৈতিক অবক্ষয়ের আশংকা করছেন। তারা আরও আশংকা করছেন যে, বিষয়টি আগামী নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির যথাযথ গুরুত্ব উপলব্ধি করে ইসলাম শিক্ষা বিষয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শাখায় আবশ্যিক বিষয় হিসেবে ঘোষণা দিয়ে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.