আমাদের কথা খুঁজে নিন

   

অমিত সম্ভাবনা দেশ-বাংলাদেশ ( ৫ম পর্ব)

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সিরামিক শিল্পের বিকাশের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব দেশে সিরামিক শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে আগামী ২০১৫ সাল নাগাদ সিরামিক শিল্প খাত থেকেই বছরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করা সম্ভব। গত অর্থবছরে সিরামিক পণ্য রফতানি করে ৩৫ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। গত দশ বৎসরে এই খাতে রফতানির প্রবৃদ্ধির হার ছিল ৬৯৫ শতাংশ। উল্লেখ্য, বর্তমানে ছোট বড় ৪০ থেকে ৪৫টি সিরামিক কারখানা রয়েছে দেশে।

দেশি বিদেশি মিলে প্রায় ২ হাজার কোটি টাকার ওপরে বিনিয়োগ রয়েছে এই সিরামিক শিল্পে। এশিল্পের কাঁচামাল আমদানি নির্ভর হওয়া সত্ত্বেও বর্তমানে দেশে উৎপাদিত আকর্ষণীয় ডিজাইন ও গুণগতমান সম্পন্ন সিরামিক তৈজসপত্র, টাইলস& ও স্যানিটারি পণ্য দেশের চাহিদা মিটিয়ে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল ৫০টিরও বেশি দেশে রফতানি করা হচ্ছে। গত ২২ নভেম্বর রোববার বিকালে গাজীপুর জেলার সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত সিরামিকস তৈজসপত্র উৎপাদন ও রফতানিকারী কারখানা ফার সিরামিকস লিমিটেডের নতুন স্থাপিত অত্যাধুনিক প্যাকেজিং প্ল্যান্ট উদ্বোধন ও সিরামিক কারখানা পরির্দশন শেষে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার দেশের শিল্পায়নে খুব শিগগিরই একটি যুগোপযোগী শিল্প নীতি ঘোষণা করবে। বর্তমানে দেশে ক্রমান্বয়ে সিরামিক খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, দেশকে শিল্প সমৃদ্ধ করতে গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া পরিবেশ রক্ষায় প্রতিটি শিল্পে আধুনিক বর্জয ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

রফতানি বিকাশে উৎপাদিত পণ্যের গুণগতমান যাচাইয়ে বিএসটিআইকে আরো আধুনিকায়ন এবং রফতানি বাজার ধরে রাখার জন্য বিদেশি ক্রেতার চাহিদা মতো স্বাস্থ্য সনদ প্রদানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। (আমাদের সময়)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.