আমাদের কথা খুঁজে নিন

   

শীতের দুপুর

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত

ওগো ঝিম ধরা শীতের দুপুর তুমি কার মাসি-পিসি হও! কেমন গুনগুন গুন ঘুম-পাড়ানি গাও ওগো ঘুম ধরা শীতের দুপুর ॥ তখন অফিসে লাঞ্চ-ব্রেক খিলাল কাঠিতে খুঁচিয়ে আনা গোসে-র কণা তখন পিচ ঢালা শহুরে পথ পিঠ পেতে রোদ পোহায় আর সেই সুযোগে ঝিম ঝরা শীতের দুপুর তুমি কোন প্রেয়সীর গোপন নুপুর হয়ে বাজো ওগো ঘুম ধরা শীতের দুপুর ॥ তখন শিয়রে টেলিফোন বাজে বুক ঢাকা লেপের নীচে বিবিসাব একলা ঘুমান তখন ভিখারী কলিং বেল বাজিয়ে হাত পেতে করুণা কুড়ায় আর সেই সুযোগে ঝিম ধরা শীতের দুপুর তুমি কোন প্রবাসীর নিঃসঙ্গ সুদূর ব্যথা সাজো ওগো ঘুম ধরা শীতের দুপুর ॥

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।