আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইকারীদের ঈদ

আর কাদায় ভরা মনের মধ্যে ........

গতকাল রাত ১১টায় কলেজ রোডের মোড়ে এক সি.এন.জি র গতিরোধ করে একটি প্রাইভেট কার, মানে ছিনতাইকারীদের এখন গাড়িও হয়ে গেছে। যাই হোক সি এন জি র লোহার জালের ভেতর থেকে মাল বের করতে কিছুটা সময় লাগতেছিল, তারই ফাকে রাস্তার অন্য পাশ থেকে ইট মেরে গাড়ির কাঁচ ভর্তা বানান কয়েকজন রিকশাওয়ালা। ফলে বেচারারা সরে যেতে বাধ্য হন। আম্মা আবার অসুস্থ, ক্রিসেন্ট হসপিটালে আছেন। চেয়ারে বসে মশার কামর খেতে খেতে বিরক্ত হয়ে একটু বাইরে বের হলাম। দেখি একই প্রাইভেট কারে বার বার ঘুরতেছে। পাহাড়াদার কয়েকজন আছেন তারাই বা কী করতে পারেন? ঘটনা তাদের কাছ থেকে আরও কিছু জানতে পারলাম। এই মগের মুল্লুকে কে কোথায় কী করবে বলা তো মুশকিল। আমি ফাঁকা রাস্তায় গান ধরলাম....'একপায়ে দাড়িয়ে সময়, বক ধার্মিক হয়ে ভাবে, এইখানে শিকার বোধহয়, বসে থাকে শিকারীর খোঁজে......'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.