আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজিবের জানাজা প্রসঙ্গে...(আপডেটিত)

........ (শাহবাগ আন্দোলনের সাথে জড়িত ব্লগার, কার্টুনিস্ট, ছড়াকার তরিকুল ইসলাম শান্ত মৃত্যুর খবর পেলাম । তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি । ) ব্লগার রাজিব হায়দার হত্যাকান্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়ে গিয়েছে । তার লেখাগুলো পড়ে বেশিরভাগ মানুষ ব্যথিত, ক্ষুদ্ধ হয়েছেন । অনেকে আবার “থাবা বাবা” নিকে লিখে যাওয়া সেই লেখাগুলোকে ওভারলুক করে আন্দোলনকর্মী হিসেবে তার কর্মকান্ডের জন্য তাকে “শহীদ” বলে অভিহিত করছেন ।

কেউ কেউ আবার তার লেখাগুলাকে ভুয়া প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন । ইতিমধ্যেই থাবা বাবার ওয়ার্ডপ্রেস ব্লগকে বন্ধ করে দেয়া হয়েছে । থাবা বাবার উগ্র নাস্তিকীয় দর্শন প্রসূত লেখাগুলোকে অনেকে “ভুয়া” প্রমাণের চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তারা একবারও ভেবে দেখছেন না যে থাবা বাবাকে এই লেখাগুলোর লেখক হিসেবে অস্বীকার করে তারা ব্যপারটিকে আরো প্রশ্নবিদ্ধ করে তুলছেন । তর্কের খাতিরে যদি ধরেও নেয়া হয় যে, ওয়ার্ডপ্রেসের ব্লগ রাজিব হায়দারের ছিল না তবে সেখানেও একটা কিন্তু আছে ।

কারণ আমারব্লগে রাজিব হায়দারের “থাবা” নিকে লেখা “লাড়ায়া দে” নামক একটি লেখা প্রকাশিত হয়েছে যা কিনা “নুরানী চাপা” ব্লগেও ছিল । তাই বাকি লেখাগুলোও তার না হওয়াটাই অস্বাভাবিক । আর তার ফেসবুক স্ট্যাটাসগুলোর সাথে ব্লগের লেখাগুলোর টোন মিলে যায় । আর নিজের ব্যক্তিগত ব্লগ বানালে তার নিজের লেখা একদিনে কয়েকটি দিলেও দিতে পারেন, যদিও থাবা বাবার ব্লগে এমন কিছু তিনি করেছেন কিনা সেটা আমার জানা নেই । নিচে থাবা বাবা নিকে দেয়া তার কিছু লেখা দেয়া হলঃ [img|http://media.somewhereinblog.net/images/thumbs/JADEED_1361890939_1-FireShot_Screen_Capture__005_-_নূরানী_চাপা____-_www_facebook_com_thaba_baba_posts_10151349601185830.png এবার আসি জানাজা প্রসঙ্গে ।

ব্লগার রাজিব হায়দার নিজের জানাজা নিজেই চাননি । তার এক স্ট্যাটাস থেকে জানা যায় তিনি নিজের অর্গান ডোনেট করার পক্ষপাতী ছিলেন । কিন্তু এত তাড়াতাড়ি খুন হয়ে যাবেন এটা সম্ভবত তার কল্পনাতীত ছিল, একারণে স্বাভাবিকভাবেই এমন কোন ব্যবস্থা তিনি করে যাননাই । কিন্তু ব্লগার রাজিবের নিজের বিশ্বাসকে আমলে না এনে তার জানাজা পড়ানো হল প্রজন্ম চত্বরে, অনেকে দেখছি একটা কথা বলছে ব্লগার রাজিব নাস্তিক হওয়া সত্বেও তার জানাজাতে লাখ লাখ মানুষের উপস্থিতির বিষোয়টা দেখিয়ে তার জানাজার বিরোধিতাকারীদের নিদা করছেন । তার জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করা ঠিক হয়েছে না ভুল সেই প্রসঙ্গে যাচ্ছি না ।

আপনি শুধু একটি কথা চিন্তা করে দেখেন, এই লাখ লাখ মানুষের সবাইকে যদি “থাবা বাবা” নিকে নিখে যাওয়া লেখাগুলোর কিছু অংশ পড়ানো হত তাহলে এর পরও কয়জন তার জানাজার নামাজে দাঁড়াত? মানুষজনের বেশিরভাগ জানতেই পারেনি থাবা বাবার ধর্ম নিয়ে দৃষ্টিভঙ্গির কথা । আমার সাথে একমত না হওয়ার স্বাধীনতা আপনার আছে, কিন্তু একমত না হওয়ার আগে একটু চিন্তা করে দেখুন, তার “লাড়ায়ে দে” এর মত লেখা পড়তে পারলে কয়জন তার জানাজার নামাজে দাঁড়াত? ব্লগার রাজিবের মৃত্যুর খবর পুরো দেশে ছড়িয়ে গেছে । মানুষজন প্রথম অবস্থায় জানত “অনলাইনে লেখালেখি করত” এমন একটা ছেলে খুন হয়েছে । এ ধরণের লেখালেখির কারণেই খুন করে ফেলতে হবে- এমন ধারনা অসমর্থনযোগ্য । কিন্তু একতা সত্য অস্বীকার করা যাবে না যে, বেশিরভাগ মানুষই(এমনকি জানাজায় শামিল হওয়া মানুষদের একটা বড় অংশ) ইসলামবিদ্বেষী লেখা পড়ার পর বলবে, “উচিত শিক্ষা হইছে” ।

শুনতে খারাপ শোনালেও এটাই সত্য । এবং এই কথা অনলাইন এক্টিভিস্ট রাও জানে । খুব সম্ভবত একারণেই রাজিবের বিশ্বাস সম্পর্কে অন্ধকারে রেখে মানুষকে জানাজায় অংশ নেওয়ানো হয়েছে । কারণ খুব ভালো করেই তারা জানে, নিজের সৃষ্টিকর্তা ও প্রিয়নবী(সাঃ) সম্পর্কে এমন জঘন্য সব কল্পকাহিনী জানলে লোকজন “লাখ লাখ” কোনভাবেই হত না । আন্দোলন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, একারণেই রাজিবের বিশ্বাস গোপন করে এত মানুষকে জানাজায় ইনভলভ করা হল ।

এটা নিশ্চিতভাবেই একটা প্রতারণা । সত্য গোপন করার পরিণাম ভালো হয় না । তবে আমার মনে হয় না, ব্লগার রাজিবের খুন হওয়া নিয়ে আন্দোলন বিভক্ত হয়েছে । ইন্টারনেট ব্যবহার করে না, এমন মানুষদের কাছে ব্লগার রাজিবের লেখাগুলো পড়া সম্ভব নয় । তাছাড়া ইতিমধ্যেই প্রগতিশীল পত্র পত্রিকায় নিহত ব্লগারের নাস্তিক পরিচয় লুকিয়ে ফেলার জোর প্রচেষ্টা করা হচ্ছে ।

একারণেই স্বাভাবিকভাবেই মানুষ ধান্দায় পড়বে । কাজেই আন্দোলন বিভক্ত সভবত এখনো হয়নাই । ব্লগার রাজিব হায়দারের খুনীরা ধরা পড়ুক, প্রতিটা খুনের বিচার হওয়া জরুরী । দেখবে হবে ব্লগার রাজিব খুন হওয়ার পরে কোন কোন পক্ষ লাভবান হতে পারে । শুধু ধর্ম বিদ্বেষী লেখার কারণে খুন করা হয়েছে মনে হচ্ছে না, কারণ এমন লেখা অনেকদিন আগে থেকেই অনলাইনে প্রকাশ হয়ে আসছে ।

এই খুন যে কারণেই হয়ে থাকুক না কেন, আইন হাতে তুলে নেয়ার কারো থাকতে পারে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.