আমাদের কথা খুঁজে নিন

   

একটি মোবাইল - কয়েকটি ঘটনা



ঘটনা ১: ছিনতাই কয়েকজন ছিনতাইকারী ধরে একা একজন মেয়েকে। ব্যাগ কেড়ে নিয়ে যায়। একটা মোবাইল খুঁজে পায়। অন্য একটা মোবাইল থেকে যায় তাদের আড়ালে। মোবাইলটা ছিলো Nokia 6300. ঘটনা ২: Varsity পৌছে দেখে মোবাইল নেই।

গাড়িতেও খুঁজলো। নেই। তারপর তার এক Friend এর মোবাইল থেকে নিজেরটায়ে কল দিলো। ধরলো এক Taxi Driver. গ্যাস নেয়ার সময় সে মোবাইলটা পড়ে থাকতে দেখে, অন রেখেছে যেন এর মালিককে ফেরত দিতে পারে। পরে সে এসে ফেরত দিয়ে যায়।

ঘটনা ৩: এটাও varsityতে। সেদিন তার Presentation ছিল। তাড়াহুড়োতে মোবাইল কমন রুমে ফেলে যায়। যে মেয়ে সেটা পায়, সে কল লিস্‌ট থেকে সবাইকে কল দিতে থাকে মোবাইল ফেরত দেবার জন্যে। এবারো মোবাইল ফিরে আসে আসল মালিক এর হাতে।

ঘটনা ৪: গ্রামের বাড়িতে এসেছে ঈদে। বাইরের উঠোনে কোরবানি শেষে ঘরে ফিরে আর মোবাইল খুঁজে পায় না। অন্য ফোন থেকে কল দিয়ে দেখে মোবাইল অফ। ঈদের দিনে নিজের বাড়ি থেকে চুরি হল মোবাইল। আমি এখন আশা করে আছি মোবাইল ফিরে আসবে।

যদিও মোবাইল এর মালিক তা বিশ্বাস করছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.