আমাদের কথা খুঁজে নিন

   

একটি ষ্টেশনের ইতি কথা______

বিটিভির হাইব্রিড ছাগল পালোন কর্মসুচি দেকবার মন চায় আর ভালও লাগে :P একটি ষ্টেশনের ইতি কথা______ wailful Echo of loveless world ছন্নছাড়া জীবন থেকে নেয়া ......।। কিছু দিন আগের কথা .....................। একটা গানের কয়টা লাইন আমি কয়জনকে মেনশন করে স্ট্যাটাস দিছিলাম কারন মনটা তখন ভালো ছিলো নাহ। আর আরো খারাপ লাগলো যে ইচ্ছা বা অনিচ্ছাকৃত সবাই স্ট্যাটাস টা পরেনি  তাই কষ্টের পাসা পাসি অভিমানেরো সৃষ্টী হয় যাই হোক মজা ব্যাপার হলো আজ তারা আমার পাসে বলসেই সেই গানটা শুনছিল ,আমাকে শুনানোর জন্যও হতে পাড়ে সেদিন আমার মন খারাপ খারাপ ছিলো তবে আজ তাদের মনের কি অবস্থা তা আমি জানিনা, আর না জানার কারন হলো আমি ছন্নছাড়া নিজের খবর রাখিনা পড়ের টা কি করে রাকবো ? হ্যাঁ সেদিন আমার চোখ থেকে অশ্রু ঝরেছিলো তবে আজ ঝরেনি...।। আজ আমার হাঁসি পাইছে অট্ট হাঁসি তবে ঐ হাঁসি হাসার অভ্যাস নাই তাই মুচকি হাঁসি হেসে সময় পারকরলাম  মুখে হাঁসি থাকলেও হৃদয়ে আমার হাঁসি ছিলোনা ছিলো কিছু কষ্টের যন্ত্রণা , যে যন্ত্রণা প্রতিনিয়ত আমাকে ধাওয়া করে বেড়ায় । তপ্ত সিসা পুরে পুরে হয় পাথর আর পাথর থেকে হয় জমাট শিলা এভাবেই জীবন হবে তিলে তিলে ক্ষয় এ জীবন সে জীবন নয় জীবন আমার আগের জীবনে ফিরে যেতে চায় ... ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.