আমাদের কথা খুঁজে নিন

   

অসংলগ্ন গদ্য

আমি কবি নই ছড়াকারও নই

আজ লেখার মতো কিছু পাচ্ছি না। তবুও লিখতে ইচ্ছে করছে। তাই আবোল তাবোল লিখতে শুরু করলাম। আচ্ছা মানুষের মনটা কখনো কখনো এরকম শূণ্য হয়ে যায় কেন? আবার কখনো কখনো অসংলগ্ন, আজব আজব ব্যাপারগুলো মাথায় ঘুরতে থাকে কেন? আসলেই কি মানুষের মন বা চিন্তা কোন প্যাটার্ণ অনুসরন করে? কোন বিশেষজ্ঞ কি আছে যারা সতি্য সত্যি বুঝতে পারে অন্য মানুষ কি ভাবছে? অদ্ভূত শূণ্যতা মাথার ভেতর। কোন ভাবনা ফোকাসড থাকছে না। আচ্ছা বরং এখন থামি। ব্লগারদের বিরক্ত করে কি লাভ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।