আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্লগের মডারেটর এবং সহ ব্লগারদের উদ্দেশ্যে গানে গানে কিছু কথা

ঘাস ফড়িং এর স্বপ্নমালা

শোন আমরা কি সবাই বন্ধু হতে পারি না যত পুরোনো অতীত ভুলে যেতে পারি না জানি হঠাৎ সেদিনে সুপ্ত ছিল চেতনা আসলে তুচ্ছ সে বিবাদ অবদমিত বেদনা । । শোন কে ডেকে যায় আমায় কে আমায় স্বাগত জানায় ভবিষ্যতের …… শরিক হতে । দেখ কে দিচ্ছে হাতছানি সামনে সুদিন আমি জানি পারবে কি তুমি আমার সঙ্গী হতে? জানি নিঃস্ব ছিলে তুমি রণক্লান্ত আমিও আজ যুদ্ধ থেকে ফিরে শান্তিতে ঘুমিও আজ স্বপ্নের আকাশে যদি রংধনু উঠে কাল গাইতেই পারি গান সব শত্রুরাই এক জোটে। শোন আমরা কি সবাই…… সোজাসুজি আজ তর্ক হোক চোখে চোখ রেখে দিই ধমক হয়ে যাক ফয়সালা ট্রালা লা লা ট্রালালা মনের সব অন্ধকার কোণে ভুল বুঝাবুঝি যায় বনে বিশ্বাস নেই আজ তোমায় এস শাস্তি দেই আজ তোমাই এ গানটাই হতে পারে বন্ধুত্বের হাতকড়া গানটাই ভোলাতে পারে সব অভিযোগ মনগড়া।

অপমানের ক্যকটাসে ক্ষত বিক্ষত স্মৃতিটা ভুলে এখানেই টেনে দিই সব ঝগড়ার ইতিটা । শোন আমরা কি সবাই বন্ধু হতে পারি না যত পুরোনো অতীত ভুলে যেতে পারি না জানি হঠাৎ সেদিনে সুপ্ত ছিল চেতনা আসলে তুচ্ছ সে বিবাদ অবদমিত বেদনা । । এই গানটা লেখার সময় আমার বিষাক্ত মানুষের কথা খুব মনে পড়ছে .... ফসিল ব্যান্ডের খুব ভক্ত ছিলেন সম্ভবত... তার নামটাও ফসিলের বিখ্যাত একটা গান। মনে পড়ছে শুণ্য আরণ্যক ভায়ের কথা .... আমার প্রতিটা পোষ্টে (ভাল হোক আর মন্দ হোক) যার মন্তব্য ছিল অবধারিত... আমাদের সব চাওয়া পাওয়া ... ইচ্ছা অনিচ্ছাগুলো আশ্চর্য রকমভাবে একই টাইপের ছিল.... তাই তো তাকে ট্যাগ করেছিলাম আরণ্যক ভাই: সবকিছু মিলে যায় কি মুশকিল.... মনে পড়ছে বিডি আইডলের কথা যে তার টেকি পোষ্ট (অতি অবশ্যই ঘুম পাড়ানি টাইপ না) দিয়ে মাতিয়ে রাখতেন ব্লগটাকে।

হে মডারেটর বৃন্দ আমি আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ করছি না ... কিছুই করছি না.... শুধু একটা আশাবাদ ব্যক্ত করছি উপরের গানটার মত আমরাও অপমানের ক্যকটাসে ক্ষত বিক্ষত হৃদয়ের অতীত ভুলে ঝগড়ার ইতিটা টেনে দিতে পারি। কে ঠিক ছিল আর কেই বা বেঠিক ছিল সেটা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে তাকাই.... আপনারা যদি আজ সবাইকে আনব্যান করেন এতে আপনাদের মর্যাদা এক ফোঁটাও কমবে না বরং আপনাদের প্রতি আমরা আত্মিক এক টান অনুভব করব .... আপনাদেরকে আমাদের মতই সাধারণ দু'হাত দু' পা বিশিষ্ট মানুষ ভাবতে শিখব .... ভাবব না আপনারা ভিন গ্রহের এলিয়েন প্রজাতির কেউ। আবার বলছি সবকিছুর ইতি কি টেনে দেওয়া যায় না .... অবশ্যই ইতিটা শুভার্থে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.