আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ মানুষের ভাগ্যে কি আছে?



বাংলাদেশ বিশ্বের একমাত্র রাষ্ট্র,যে দেশের মানুষ এক ভাষায় কথা বলে। একই ধর্মালম্বী ও সুন্নী মুসলমান। নেই কোন জাতিগত দ্বন্দ্ব। তারপরও আমরা কেন দেশের স্বার্থে একমত হতে পারিনা। আমাদের সরকার যা করে বা কোন কাজের পরিকল্পনা নেয়।

তার বিরোধীতা করা যেন বিরোধীদলের প্রধান কাজ। আর আমরা সাধারণ জনগনও তাদের তালে নাস্তে থাকি। এ প্রসংঙ্গে একটি গল্প , একবার একটি মোরগ দূর থেকে ডাইনিং টেবিলে তাকিয়ে মনে মনে ভাবছে যদি এ টেবিলের উপর উঠতে পারতাম,তা হলে মজা করে পোলাও কোমরা খেতে পারতাম। তার একদিন ঠিকই উঠা হলো। কিন্তু তার সপ্ন পূরণ হলো না।

কারণ সে মানুষের খাবার হয়ে উঠেছে। যেমন ২০০৬ সালের ২৮অক্টোবর ধরি, ঐ দিন এক দলের নেতা হুকুম করলেন,তোমরা লগি বৈঠা নিয়ে প্রতিরোধ কর,অন্য দলও তা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে পল্টন এলো। যার ফলে ৬ জন মানুষের মৃত্য। হোক তারা জামায়াত বা আওয়ামীলীগ! তারাতো মানুষ। এঘটনায় যারা মারা গেছে,তাদের হয়তোবা আজীবন কেউ স্বরণ করে যাবে।

কিন্তু তাদের কি লাভ হলো? অথচ ঐ দিনের ঘটনাকে পুজি করে ওয়ান এলিভেন,কিছু লোকের ক্ষমতা। আবার ২৯ ডিসেম্বর নিবার্চন মাধ্যমে মহাজোট নামে আরেকটি সরকার ক্ষমতায় বসেছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যে কি আছে? তারা এক সময় ১০টাকা দিয়ে চাল খেতো। এখন তা ৪০ টাকা দিয়ে খায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.