আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কেবল ঐটুকু সুখস্মৃতি বুকে করে আবারও হারিয়ে যাই, মুছে যাই দৃশ্যপটে অতপর সেই দিন থেকে এই দিনের রোডম্যাপ নিজেকে জানিয়ে দেয় গুডবাই অভিশাপ দেবতা বিলোপে নিভে গেছে দ্যুতি মর্ত্যলোকে বড্ড খেলো তেলেসমাতি গিলে খাও ভুলে যাও এবং ফিরে যাও পদচিন্থে মারা পড়ে জ্যন্ত পাতারাও ভোর হতে দেখে রাতভর কাকতাড়ুয়া বুকে নেয় তুলে রোদের আলেয়া আর গ্লাসে মেঘেদের খন্ড তান্ডব মাতাল বকে ছেড়ে যারে তুই সব একবার দুইবার তিনবার হলো এবার না হয় পুরোটাই গেলো সাধারণ হলি, তাই তো ছিলি অনন্তকাল শ্বাস নিতে ভুলে এখন নিশ্বাসের দিকপাল বাচিয়ে চলিস নিজের চারিধার এবার না হয় মারা গেলি কিন্তু আরেকবার জন্মেও যে মরবি না তুই, সেই নিশ্চিতি কে দিয়েছে ধরাধামে, চির অনুপস্থিতি! আরেকবার জন্ম হবে, ফের মৃত্যু হবে ফের জন্ম নেবে চক্রকাল তবে আমার সাথে থাকবে একটাই তল্পী তাতে ভরে নেব একটাই মুখচ্ছবি এক চিলতে রুপালী প্রভার বিচ্ছুরণ এরপর বড় পানসে ভয়ের সবকটি মরন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.