আমাদের কথা খুঁজে নিন

   

সামু আমারে সেফ ঘোষণা করছে, তবে কোনদিন করছে আমি নিজেই জানিনা? আজ হঠাৎ চোখে পড়লো।

(কম্পিউটার) এ আমার ভীষণ আগ্রহ। সামুর যে নিকটা আছে ওইটা অনেক দিন ধরে অপেন করিনা কারণ মাঝে একবার সামুর উপর এমনই গোস্বা হইছিল। কি নিয়া গোস্বা হইছিল সেই কাহিনিটা শুনেন। সামুতে লগ ইন করতে যাই ওমা!! আমারে বলে পাসওয়ার্ড অথবা ইউজার নেম ভূল অথচ আমি এর ২/১ ঘন্টা আগেও সামুতে লগইন অবস্থায় ছিলাম। আমি বুঝছি হইতেও পারে আমি (আমি অনেকটা মন ভূলা মানুষ) যাই হোক তবু ২০-৩০ বার ট্রাই মারলাম দেখি একি অবস্থা ওনি আমারে পাস দিবনা আমার তো মনে হলো আমি আকাশ থেকে পড়ছি, তয় তখন ই-মেইল দিয়ে নতুন পাসওয়ার্ড আনালাম।

কিন্তু এর পরও দেখি আগের অবস্থা মর শালা বইলা, ভিতরে না ঢুইকাই বাহির থাইকা পোষ্ট গোলা পড়ি। আর আফসোস করি। এর পর কয়েকদিন পর পর ই চেষ্টা করতাম কিন্তু কি করব “যেই লাউ সেই কদু” ওরা আমারে ঢুকবার দিবনা। গত কালকে একবার হঠাৎ মনে হইল দেখি এখন কি অবস্থা হয়তো ওনারা আমার প্রতি কিছু দয়া দেখাইতে পারেন। হ্যাঁ একবার চেষ্টা করতেই দেখি দরজা খুইলা গেছে।

মনে হইল যাক বাবা বাঁচলাম নয়তো আরেকটা নিক নেয়া লাগতো ওনাগো মনোরঞ্জন করতে হতো, তার পর প্রথম পাতায় পোষ্ট অনেক ঝামেলার হাত থাইকা বাঁইচা গেলাম। এখন আবার ঢুঁ মারছি মাইরা দেখি আমি সেফ। যাক বাবা ভালো কয়েকদিন ঢুকতে পারিনাই দেইখাই মনে হয় এখন লাফ দিয়া এক্কেবারে সেফ!! খুবই আনন্দ লাগছে (মানসিক শান্তি) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.