আমাদের কথা খুঁজে নিন

   

ইএফএলবিডি সম্মাননা এবং দ্বিতীয় পর্ব

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

ইএফএলবিডি সম্মাননা এবং প্রাসঙ্গিক কিছু কথা আমাদের মূল্যায়ন প্যানেল এ পর্যন্ত অসাধ্য সাধন করে চলেছে। একেকজন ব্লগারের ভালো লেখাগুলোকে প্রাথমিক বাছাইয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে। এ পর্যন্ত সা.ইন.ব্লগ এবং প্রথম আলো ব্লগের ৭৩ জন লেখকের লেখা প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে।

কী অসাধারণ সব লেখা। একেকজন লেখকের ৩টি ৪টি লেখাও আমাদের প্রাথমিক মূল্যায়নে বিবেচনায় আসছে। মোট ১০১ জন লেখকের ১০১টি লেখা আমরা প্রাথমিক যাচাইয়ে চুড়ান্ত করবো। তাই ১ জন লেখকের একাধিক লেখা বাদ দিতে হবে। কিন্তু কোনটি রেখে কোনটি বাদ দিবো।

সবগুলোই অসাধারণ লেখা। আজ ২২ নভেম্বর। বাছাইকৃত ১০১ টি লেখার লিংক http://www.eflbd.org সাইটে দেওয়ার কথা ছিল। কিন্তু এত চমৎকার সব লেখা বাছাই করতে আমাদের সময় লাগছে। ইএফএলবিডি সম্মাননা সৃজনশীল লেখা বাছাইকরণে আমাদের প্রাথমিক ধাপ এটি।

তারপর হবে আসল প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতাটি এমন সব আকর্ষণীয় অনুষ্ঠান দ্বারা সজ্জিত থাকবে যে আপনারা খুবই চমৎকৃত হবেন। সময়ে সময়ে আমরা এ ব্যাপারে আপনাদের জানাবো। প্রাথমিক এই ধাপটি পেরোলেই আমরা দ্বিতীয় ধাপে পৌঁছুব। এই ধাপ থেকেই ইএফএলবিডি সম্মাননার আসল পর্ব শুরু হবে।

দ্বিতীয় ধাপে আমাদের প্রায় ১ মাস সময় লাগবে। এই ধাপে নির্বাচিত প্রতিটি লেখা নিয়ে আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটি সবার কাছে যাবো। তাদের মূল্যায়ন নেবো। একেকটি লেখা কমপক্ষে ৫ জনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে ইএফএলবিডি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায়। মোট ২০ নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন হবে।

মনে করি 'এ' ব্লগারের লেখা ক,খ,গ,ঘ,ঙ এই পাঁচজনের কাছে মূল্যায়নের জন্য দেওয়া হয়েছে। লেখাটি যথাক্রমে ১৫,১৩,১৭,১৪,১৬ এভাবে মূল্যায়িত হয়েছে। মোট নাম্বার ৭৫। গড়ে ১৫। পাশাপাশি রেফারেল প্রোগ্রাম দ্বারা আপনারা আপনাদের লেখাগুলোকে ই-মেইলে বন্ধুদের কাছে পাঠাবেন।

যে যত বেশি বন্ধুর কাছে পাঠাবেন এবং লেখাটি যতবেশি বন্ধু পাঠ করবে এবং যত বেশি রেটিং পড়বে সেই নাম্বারও যোগ হবে। এভাবে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১০ টি লেখাকে আমরা চুড়ান্তভাবে নির্বাচিত করবো। নাম্বার এবং রেটিং প্রাপ্তির কারণে এই ১০১টি লেখা প্রতিনিয়ত স্বয়ংক্রিয়ভাবে আপ-ডাউন করবে। প্রতিদিন আপনারা আপনাদের নির্বাচিত লেখাগুলোর পজিশন জানতে পারবেন। একটি দারুণ প্রতিযোগিতামূলক ব্যাপার হবে এটি।

এভাবে ১ মাস কিংবা তারও বেশি সময় ধরে প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত প্রথম ১০ টি লেখা ১০ জন প্রথিতযশা ব্যক্তি মূ্ল্যায়ন করবেন। এখান থেকেই শ্রেষ্ঠ ৩ টি লেখাকে ইএফএলবিডি সম্মাননা দেওয়া হবে। এই সম্মাননার পরিধি আরও বাড়তে পারে। আমরা সময়ে বিস্তারিত জানাবো। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকে আপনাদের সাথে প্রতিদিন ই-মেইল বা পার্সোনাল মেসেজে যোগাযোগ রক্ষা করা হবে।

আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে 'টাইম বাউন্ড প্ল্যান' দাঁড় করিয়ে আপনাদের জানাবো। সুতরাং ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।